শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
চট্টগ্রাম টেস্ট

ব্যাটিং ব্যর্থতার পর আগুনে বোলিং টাইগারদের

ক্রীড়া প্রতিবেদক
  ০২ এপ্রিল ২০২৪, ০০:০০
চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে ব্যাটিং ব্যর্থতায় কোণঠাসা বাংলাদেশ। এরই মধ্যে বোলিংয়ে দু্যতি ছড়িয়েছেন টাইগার পেসার হাসান মাহমুদ -ওয়েবসাইট

ব্যাটিং ব্যর্থতার বৃত্ত থেকে যেন কোনোভাবেই বের হতে পারছে না টাইগাররা। সিলেটের পর চট্টগ্রামেও সেই ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রেখেছে শান্ত-লিটনরা। প্রথম ইনিংসে লঙ্কানদের ৫৩১ রানের বিপরীতে ১৭৮ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। সোমবার তৃতীয় দিনে শেষে ৪৫৫ রানের লিড নিয়ে এগিয়ে রয়েছে লঙ্কানরা।

ব্যাটারদের ব্যর্থতায় বড় ব্যবধানে পিছিয়ে পড়ার পর তৃতীয় দিনের শেষ সেশনে বল হাতে আগুন ঝরিয়েছেন দুই পেসার হাসান মাহমুদ আর খালেদ আহমেদ। তবু চট্টগ্রাম টেস্টে কোণঠাসা বাংলাদেশ।

আর কতদিন গেলে টেস্ট ক্রিকেটে আলোর মুখ দেখবে বাংলাদেশ? আলো তো দূরে থাক, যেন বাংলাদেশের টেস্ট ক্রিকেটে ঘনিয়ে আসছে অন্ধকার। যার জন্য দায়ী টাইগারদের ব্যাটিং ব্যর্থতা। এক সিরিজে ভালো খেলে তো পরের সিরিজে আবার ব্যাটিং ধস।

টেস্ট মর্যাদা পাওয়ার ২৩ বছর পেরিয়ে গেলেও দীর্ঘ ফরম্যাটের এই ক্রিকেটে এখনো ব্যাট হাতে ধারাবাহিক হতে পারেনি বাংলাদেশ। যার প্রমাণ, গত ৫ ইনিংসে ২০০ রানের আগেই অলআউট হওয়া।

গেল বছরের ডিসেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের দুই ইনিংস ছিল ১৭২ ও ১৪৪ রানের। অর্থাৎ ২০০ রানের ঘরটাও স্পর্শ করতে পারেনি বাংলাদেশ। ওই ম্যাচ কিউইরা জিতে নেয় ৪ উইকেটে। এরপর চলতি বছরের প্রথম টেস্ট সিরিজ শ্রীলংকার বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ। সিলেটে দুই ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচ বাংলাদেশ হেরেছে ৩২৮ রানের বিশাল ব্যবধানে। নেপথ্যে সেই ব্যাটিং ব্যর্থতা। এই ম্যাচে বাংলাদেশ দলের দু'টি ইনিংস ১৮৮ ও ১৮২ রানের।

দ্বিতীয় টেস্টে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যে পিচ লঙ্কান ব্যাটারদের জন্য ছিল ব্যাটিং স্বর্গ, সেই পিচ পরক্ষণেই বাংলাদেশের ব্যাটারদের জন্য হয়ে গেল কসাইখানা। একে একে লঙ্কান বোলারদের সাধারণ বোলিংয়ে কাটা পড়েছেন বাংলাদেশি ব্যাটাররা। মাত্র ১৭৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। অর্থাৎ ২০০ রানের মাইলফলক স্পর্শ করতে না পারা আরও একটি ব্যাটিং-ব্যর্থ ইনিংস খেলল নাজমুল হোসেন শান্তর দল। অর্থাৎ টানা পাঁচ ইনিংসে ২০০ রান পার করতে পারেনি বাংলাদেশ। এমন একটি বিশৃঙ্খল ব্যাটিং লাইনআপ নিয়ে কতটুকু এগোতে পারবে বাংলাদেশ, সেটি এখনি ভাবনার বিষয়, একই সঙ্গে হতাশারও।

দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে ছয় উইকেট হারিয়ে ১০২ রানে দিন শেষ করেছে শ্রীলংকা। সোমবার দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের শুরুটা ভালো করতে পারেনি লঙ্কানরা। ৫ বলে ৪ রান করে আউট হন দিমুথ করুনারত্নে। এরপর ২ বলে ২ রান করে খালেদের প্রথম শিকার হন।

অ্যাঞ্জেলো ম্যাথিউসকে সঙ্গে নিয়ে লঙ্কান শিবিরে হাল ধরেন নিশান মাদুশকা। দু'জনের ব্যাটে ভর করে দলীয় ফিফটি পূরণ করে লঙ্কানরা। ৪৫ বলে ৩৪ রান করে আউট হন মাদুশকা। হাসানের দ্বিতীয় শিকার হন তিনি।

মাদুশকার বিদায়ের পর ৭ বলে ৯ রান করে আউট হন চান্দিমাল। এবারেও দলের উইকেট শিকারি হাসান। অভিষেক ম্যাচের পঞ্চম উইকেট শিকার করেন তিনি। দলীয় ৭২ রানে চার উইকেট হারিয়েছে লঙ্কানরা।

এ দিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি অধিনায়ক ডি সিলভা। ৭ বলে ১ রানে হাসানের চতুর্থ শিকার হন এই ডান হাতি ব্যাটার। এরপর ৯ রানে কামিন্দু মেন্ডিসকে আউট করেন খালেদ আহমেদ। শেষ পর্যন্ত জয়াসুরিয়ার ১৭ বলে ৩ রান এবং অ্যাঞ্জেলো ম্যাথিউসের ৫০ বলে ৩৯ রানের ইনিংসে ভর করে ছয় উইকেট হারিয়ে ১০২ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে সফরকারীরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চার উইকেট

\হশিকার করেন হাসান মাহমুদ। এছাড়াও খালেদ আহমেদ দু'টি করে উইকেট নেন।

এর আগে দিনে এক উইকেট হারিয়ে ৫৫ রানে শেষ করে বাংলাদেশ। তৃতীয় দিনে ব্যাটিংয়ে তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন জাকির হাসান। ৬১ বলে ২২ রান করে তাইজুল আউট হলেও ফিফটি তুলে নেন জাকির।

এ দিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেনি নাজমুল হাসান শান্ত। ১১ বলে ১ রান করে আউট হন তিনি। এরপর ১০৪ বলে ৫৪ রানে আউট হয় জাকিরও। এরপর সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন মুমিনুল হক।

২৩ বলে ১৫ রান করে সাকিব আউট হলে, উইকেট মিছিল শুরু করে লিটন দাস (৪), শাহাদত হাসান (৮) ও মিরাজ হাসান (৭)। কিন্তু এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন মুমিনুল। ৮৪ বলে ৩৩ রান করে এই বাঁ-হাতি ব্যাটার আউট হলে ১ রান করে তাকে সঙ্গ দেন খালেদ আহমেদ। এতে ১৭৮ রানে আউট হয় টাইগাররা।

শ্রীলংকা হয়ে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন আসিথা ফার্নান্দো। এ ছাড়াও লাহিরু কুমারা, ফার্নান্দো ও জয়াসুরিয়া দু'টি করে উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলংকা ?১ম ইনিংস: ৫৩১

বাংলাদেশ ১ম ইনিংস: ৬৮.৪ ওভারে ১৭৮ (আগের দিন ৫৫/১) (জাকির ৫৪, তাইজুল ২২, শান্ত ১, মুমিনুল ৩৩, সাকিব ১৫, লিটন ৪, শাহাদত ৮, মিরাজ ৭, খালেদ ১, হাসান ২*; বিশ্ব ২/৩৮, আসিথা ৪/৩৪, কুমারা ২/১৯, জায়াসুরিয়া ২/৬৫, ধনঞ্জয়া ০/১৪)।

শ্রীলংকা ২য় ইনিংস: ২৫ ওভারে ১০২/৬ (করুনারাত্নে ৪, মাদুশকা ৩৪, কুশল ২, ম্যাথিউস ৩৯*, চান্দিমাল ৯, ধনঞ্জয়া ১, কামিন্দু ৯, জয়সুরিয়া ৩*; খালেদ ২/২৯, হাসান ৪/৫১, সাকিব ০/২০, তাইজুল ০/১)। তৃতীয় দিন শেষে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে