শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

আবদুল আউয়াল মিন্টু হাসপাতালে ভর্তি

যাযাদি ডেস্ক
  ২২ এপ্রিল ২০২৪, ০০:০০
আবদুল আউয়াল মিন্টু হাসপাতালে ভর্তি

হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টুকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরে বাসায় ঘুমাতে যাওয়ার পর তিনি বুকে প্রচন্ড ব্যথা অনুভব করেন। একপর্যায়ে অজ্ঞান হওয়ার মতো অবস্থা হয়। এ সময় দ্রম্নত তাকে হাসপাতালে নেওয়া হয়।

আবদুল আউয়াল মিন্টুর বড় ছেলে বিএনপির নেতা তাবিথ আউয়াল বলেন, 'চিকিৎসকরা আশঙ্কা করছেন উনি হৃদ?রোগে আক্রান্ত হয়েছেন কি না। ওনার রক্তের তিনটি পরীক্ষা হয়েছে। দুটিতে নেগেটিভ এসেছে। তৃতীয়টির রিপোর্ট হাতে পাওয়ার পর আমরা নিশ্চিত হতে পারব আসলে কী হয়েছে। তবে এখন ওনার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।'

আবদুল আউয়াল মিন্টুকে দেখতে শনিবার বেলা আড়াইটার দিকে হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৭৪ বছর বয়সী আবদুল আউয়াল মিন্টু মাল্টিমোড গ্রম্নপের কর্ণধার। তিনি দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি ছিলেন। আবদুল আউয়াল মিন্টুর পরিবার তার দ্রম্নত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে