রাজশাহীর দুর্গাপুরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে মোজাফফর হোসেন (৫৫) নামের এক নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল ৭টার দিকে উপজেলার কালীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে তিনি কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন।
নিহত মোজাফফর হোসেন উপজেলার সুখানদিঘী গ্রামের বাসিন্দা। তিনি প্রায় ২৪ বছর ধরে কালীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের বড় ছেলে নাইম হাসান জানান, শনিবার (১৭ মে) সন্ধ্যা ৭টার দিকে মোজাফফর হোসেন প্রতিদিনের মতো স্কুলে ডিউটির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরিবারের সদস্যরা ধারণা করেন, তিনি রাতের বৃষ্টির কারণে স্কুলেই অবস্থান করছেন। তবে রাতভর তিনি আর বাড়ি ফেরেননি।
পরদিন সকালে তার মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে বিদ্যালয়ের পিয়নকে খবর দেওয়া হয়। পরে পিয়ন স্কুলের একটি কক্ষ খুলে ভেতরে ঢুকে মোজাফফরের নিথর দেহ পড়ে থাকতে দেখেন এবং তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেন।
দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, খবর পেয়ে সকাল ৭টার দিকে বিদ্যালয়ের কক্ষে গিয়ে মরদেহটি উদ্ধার করি। মরদেহের পাশেই একটি কীটনাশকের বোতল পাওয়া গেছে। নিহতের মুখ ও নাক দিয়ে ফেনা বের হচ্ছিল। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, এটি আত্মহত্যার ঘটনা। বিষয়টি খতিয়ে দেখতে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) রুজু করা হয়েছে। তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
সহকর্মীরা জানান, মোজাফফর ছিলেন একজন সৎ ও দায়িত্বশীল কর্মী। তবে তার ব্যক্তি জীবনে কোনো সমস্যার ইঙ্গিত তারা আগে পাননি।মোজাফফরের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।