নয়াপল্টনে বিএনপির সমাবেশ আজ
\হ
রাজধানীর নয়াপল্টনে দলের প্রধান কার্যালয়ের সামনে আজ শুক্রবার সমাবেশ করবে বিএনপি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বিকাল সাড়ে ৩টায় সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসাসহ নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারসহ রাজবন্দিদের মুক্তির দাবিতে এই সমাবেশ ডেকেছে সংগঠনটি। এজন্য প্রস্তুুতিও নেওয়া হয়েছে। দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সমাবেশে কেন্দ্রীয় নেতারা অংশ নিবেন। এ ব্যাপারে পুলিশের অনুমতি চেয়ে বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত যুগ্ম কমিশনার ড. খন্দকার মহিদ উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির নেতারা।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম বলেন, নয়াপল্টনের সমাবেশ নিয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক হয়েছে। এ ব্যাপারে পুলিশের মনোভাব পজিটিভ।
এর আগে গত ২৬ এপ্রিল নয়াপল্টনে সমাবেশ করতে চেয়েছিল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। তীব্র তাপদাহের কারণে তখন সমাবেশ স্থগিত করা হয়।
গত বুধবার স্থায়ী কমিটির বৈঠকে নয়াপল্টনে বিএনপির আজকের সমাবেশ নিয়ে আলোচনা হয়।
খিলগাঁওয়ে অনার্স পড়ুয়া শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ম যাযাদি রিপোর্ট
রাজধানীর খিলগাঁওয়ের আনসার ক্যাম্পের পাশের বাসা থেকে বনি ইয়াসমিন বর্ণা (২২) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে খিলগাঁও থানা পুলিশ। তিনি মাগুরার হোসেন শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
বনি ইয়াসমিন মাগুরার শ্রীপুর উপজেলার খড়িবাড়িয়া গ্রামের নুরুল ইসলামের মেয়ে। তিনি খিলগাঁও আনসার হেডকোয়ার্টারের পাশের ভবনে বোনের বাসায় বেড়াতে আসেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) শিহাব জানান, আজ (বৃহস্পতিবার) সকালে খবর পেয়ে ঘটনাস্থলের বাসা থেকে গলায় ওড়না পঁ্যাচানো ফ্যানের সঙ্গে ওই তরুণীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি। পরে দ্রম্নত ঢাকা মেডিকেলে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক ওই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন।'
জামিন পেলেন পি কে হালদারের দুই সহযোগী
ম যাযাদি ডেস্ক
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় প্রশান্ত কুমার (পি কে) হালদারের দুই সহযোগী ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসের পরিচালক বাসুদেব ব্যানার্জী ও তার স্ত্রী পরিচালক পাপিয়া ব্যানার্জীকে ১৫ মামলায় ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে তাদের পাসপোর্ট আদালতে জমা দিতে বলা হয়েছে এবং অনুমতি ছাড়া তারা বিদেশ যেতে পারবেন না বলেও আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাদের আবেদনের এ আদেশ দেন।
আইনজীবী নুরুল ইসলাম সুজন বলেন, বাসুদেব ব্যানার্জী ও পাপিয়া ব্যানার্জীর নিজস্ব বা অন্য কোনো শেয়ার হোল্ডার কোম্পানিতে কোনো প্রকার টাকা বা লোন হস্তান্তর হয়নি এবং তারা কোনোভাবেই লাভবান নয়। তাদের কোম্পানিগুলোতে প্রায় সাড়ে ৮ হাজার কর্মকর্তা ও কর্মচারী আছেন। দীর্ঘদিন তার অনুপস্থিতিতে তার নিজস্ব কোম্পানির অনেক
ক্ষতি হয়েছে। বিষয়গুলো আদালতে তুলে ধরে
জামিন আবেদন করা হলে আদালত তাদের
জামিন মঞ্জুর করেন।