সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

মাদারীপুরে দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
  ১৯ মে ২০২৫, ১১:০৭
মাদারীপুরে দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা অনুষ্ঠিত
দুর্নীতি বিরোধী প্রতিযোগিতায় পুরস্কার প্রদান। ছবি: যায়যায়দিন

মাদারীপুর সদর উপজেলা পর্যায়ের দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা রোববার দুপুরে জেলা সরকারি সমন্বিত অফিস ভবনের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় মাদারীপুরের সার্বিক সহযোগিতায় এবং মাদারীপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর আয়োজনে বিতর্ক, রচনা, চিত্রাঙ্কন, আবৃত্তি ও দেশত্ববোধক গানের প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের শতাধিক শিক্ষার্থীরা অংশ নেয়।

1

প্রতিযোগিতার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন জেলা দুপ্রক সদস্য মাওলানা উবায়দুল্লাহ। সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা দুপ্রক এর সহসভাপতি প্রফেসর মো. আব্দুল হালিম।

এ সময় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জেলা দুপ্রক সদস্য ও প্রতিযোগিতার আহ্বায়ক সাংবাদিক মনজুর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা দুপ্রক সদস্য আজমল হুদা ঢালী।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহীদ হোসেন, দুদক এর উপসহকারী পরিচালক মো. সাইদুর রহমান অপু।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিয়য়ক কর্মকর্তা মো. শহীদুল ইসলাম মুন্সি, সাংবাদিক ও কবি সুবল বিশ্বাস, সঙ্গীতজ্ঞ তপন কুমার সরকার, ভাস্কর ও চিত্রশিল্পী মো. আতিকুর রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা দুপ্রক এর সদস্য সচিব মো. দেলোয়ার হোসেন, সদস্য মো. মুরাদ হাসান, সানজিদা সীমা প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে