শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

ডেপুটি স্পিকারের সঙ্গে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতাদের সৌজন্য সাক্ষাৎ

  ১৫ মে ২০২৪, ০০:০০
ডেপুটি স্পিকারের সঙ্গে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতাদের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় সংসদ ভবনে মঙ্গলবার বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতারা বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট সামশুল হক টুকু এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সার্বিক বিষয়ে আলোচনা করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. মোজাম্মেল হক, কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম তারেক খান, মহাসচিব তাজুল ইসলাম (কাজল), সিনিয়র যুগ্ম মহাসচিব মো. খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদকগণ মো. জহুরুল ইসলাম, লিন্ডা আফরিন, দপ্তর সম্পাদক মো. আজিজ মিয়া ও কার্যকরী সদস্য মো. মোখলেছুর রহমান।

আলোচনার এক পর্যায়ে সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন কেন্দ্রীয় কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি মো. খোরশেদ আলম চিনি শিল্পের ছয়টি আখ মাড়াই স্থগিতকৃত চিনিকল পুনরায় চালুকরণসহ অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাদের চাকরিকালীন বকেয়া পাওনাদি পরিশোধের লক্ষ্যে সরকারের কাছে চিনি শিল্পের পাওনা ট্রেড গ্যাপের অর্থ প্রদান করা হলে সরকারের অনুদান দেওয়ার প্রয়োজন হবে না এবং চিনিশিল্প সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হবে বলে ডেপুটি স্পিকারকে অনুরোধ করেন। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে