রোববার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

বন্যাকবলিত ফেনী জেলা পরিদর্শন নৌবাহিনী প্রধানের

  ২৮ আগস্ট ২০২৪, ০০:০০
বন্যাকবলিত ফেনী জেলা পরিদর্শন নৌবাহিনী প্রধানের
বন্যাকবলিত ফেনী জেলা পরিদর্শন নৌবাহিনী প্রধানের

বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। তিনি মঙ্গলবার ফেনী জেলার ফুলগাজী উপজেলা পরিদর্শন করেন। এ সময় তিনি জনগণের খোঁজখবর নেন এবং নৌ-কন্টিনজেন্ট, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে মতবিনিময় করেন। এরপর তিনি নৌবাহিনীর বোটযোগে ফেনীর সামগ্রিক বন্যাকবলিত এলাকা পর্যবেক্ষণ করেন। এ সময় উদ্ধার, ত্রাণ সরবরাহ ও চিকিৎসা কার্যক্রমে নিয়োজিত নৌসদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরিদর্শনে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স), ঊর্ধ্বতন নৌ-কর্মকর্তা, স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে নৌবাহিনী প্রধান বলেন, 'আকস্মিক বন্যায় ফেনী জেলার বিপর্যস্ত এলাকায় সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। স্থানীয় প্রশাসন, ছাত্র-জনতা, সশস্ত্র বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে এক সঙ্গে কাজ করলে খুব শিগগিরই এ অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব হবে। পরিস্থিতি বিবেচনায় যত দিন প্রয়োজন হবে তত দিন নৌবাহিনীর চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত থাকবে।'

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সঙ্গে কোস্টগার্ড, বিজিবি,র্ যাব, পুলিশ, শিক্ষার্থী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে বন্যা পরিস্থিতি মোকাবিলায় অংশ নেওয়ায় তিনি সবাইকে ধন্যবাদ জানান। আইএসপিআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে