রোববার, ১৫ জুন ২০২৫, ১ আষাঢ় ১৪৩২

বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান তারেক রহমানের

যাযাদি রিপোর্ট
  ০১ অক্টোবর ২০২৪, ০০:০০
বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান তারেক রহমানের
তারেক রহমান

বন্যা উপদ্রম্নত ও আশপাশের জেলাগুলোর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা, কর্মী ও সমর্থকদের বন্যার্তদের সর্বাত্মক সহযোগিতায় সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি। তারেক রহমান বলেন, বিরতিহীন ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে তিস্তা নদীর তীরবর্তী লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা আকস্মিক বন্যায় পস্নাবিত হয়েছে। তিস্তাসহ ওই অঞ্চলের নদীগুলোর পানি বিপৎসীমার

1

ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আকস্মিক বন্যায় লক্ষাধিক মানুষ ইতোমধ্যে গৃহবন্দি হয়ে পড়েছেন। বন্যাকবলিত মানুষ চরম দুর্দশার মধ্যে দিনাতিপাত করছেন বলে উলেস্নখ করে তিনি বলেন, এলাকায় মানুষের মধ্যে অস্বস্তি ও আতঙ্ক বিরাজ করছে। রাস্তাঘাট, জমির ফসল পানিতে ডুবে গেছে।

অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রম্নত বন্যাকবলিত এলাকাগুলোয় ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনাসহ নদী ভাঙন রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করার জন্য আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে