মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

'ভারতে পালাতে গিয়ে' সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব আটক

যাযাদি ডেস্ক
  ১৩ অক্টোবর ২০২৪, ০০:০০
'ভারতে পালাতে গিয়ে' সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব আটক

অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালানোর সময় জাতীয় সংসদ সচিবালয়ের এক যুগ্ম সচিবকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুটিয়া সীমান্ত থেকে তাকে আটক করা হয় বলে বিজিবি সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।

আটক কিবরিয়া মজুমদার ঢাকার সবুজবাগ এলাকার প্রয়াত মফিজ উদ্দিনের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ঘটে যাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে কিবরিয়ার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এজন্য গ্রেপ্তার এড়াতে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত পালানোর চেষ্টা করছিলেন তিনি।

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএম জাবের বিন জব্বার সংবাদমাধ্যমকে বলেন, আটক কিবরিয়া মজুমদারের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে