বুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

গাজীপুরে বিভিন্ন দাবিতে শ্রমিকদের শান্তিপূর্ণ কর্মসূচি

গাজীপুর প্রতিনিধি
  ০৩ নভেম্বর ২০২৪, ০০:০০
গাজীপুরে বিভিন্ন দাবিতে শ্রমিকদের শান্তিপূর্ণ কর্মসূচি

গাজীপুরের টঙ্গীতে চাকরিচু্যত ও বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে কারখানার ভেতর শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা।

শনিবার সকাল সাড়ে ৮টা থেকে তারা কারখানার অভ্যন্তরে প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন ও বিক্ষোভ করেন।

ইসলাম গ্রম্নপের বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, ফ্যাক্টরি ম্যানেজার শফিক, সিদ্দিক, আমির, ইসলাম, করিম, সহকারী ব্যবস্থাপক (এপিএম) জাহিদ, বোরহান,

ওবায়দুল, মানবসম্পদ বিভাগের (এইচআর) জয়নাল, লাইন চিফ শামীম, মোজাম্মেল, রবিউল, হুমায়ূন এবং সুমনকে চাকরিচু্যত করতে হবে। শতভাগ সার্ভিস বেনিফিট এবং বেসিকের ৬৩% দিতে হবে। এক হাজার টাকা হাজিরা বোনাস, ৫০ টাকা টিফিন বিল, ২০০ টাকা নাইট বিল, বছরে ৫% বেতন বাড়ানোসহ ২১ দফা দাবি কারখানা কর্তৃপক্ষের কাছে তুলে ধরেন শ্রমিকরা।

তুষকা গ্রম্নপের বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, পাঁচ ওয়াক্ত নামাজের সময় দিতে হবে। বাৎসরিক ১০% হারে বেতন বাড়াতে হবে। সর্বনিম্ন ১০ দিন ঈদুল ফিতর এবং ১২ দিন ঈদুল আজহার ছুটি দিতে হবে। ঈদে মিলাদুন্নবী, বিশ্ব ইজতেমার দুটি পর্বের আখেরি মুনাজাতে একদিন এবং দুদিন পূজার ছুটি দিতে হবে। এসব ছুটির বিপরীতে কোনো জেনারেল ডিউটি করানো যাবে না। হাজিরা বোনাস এক হাজার টাকা, নাইট বিল ২০০ টাকা, টিফিন বিল ৫০ টাকা এবং ১২০ দিন মাতৃত্বকালীন ছুটিসহ ১৬ দফা দাবি জানান কারখানা কর্তৃপক্ষের কাছে।

গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পরিদর্শক মোর্শেদ জামান জানান, সকাল থেকেই ইসলাম গ্রম্নপ এবং তুষকা গ্রম্নপের শ্রমিকরা বিভিন্ন দাবি আদায়ে কারখানার অভ্যন্তরে প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে