বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

নভেম্বরে ফের চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়

বিশেষ প্রতিনিধি
  ০৪ নভেম্বর ২০২৪, ০০:০০
নভেম্বরে ফের চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়

প্রবল ঘূর্ণিঝড় দানার প্রভাব কাটতে-না কাটতেই আরেকটি শক্তিশালী ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে চোখ রাঙাতে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি নভেম্বরে বঙ্গোপসাগরে ১ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস বিশেষজ্ঞ কমিটি রোববার এই পূর্বাভাস দেয়।

বঙ্গোপসাগরে ঘন ঘন শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য বৈশ্বিক উষ্ণতাকে দায়ী করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। জলবায়ু পরিবর্তনে তাপমাত্রা বৃদ্ধি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের গঠন ও তীব্রতাকে সহায়ক করে তুলছে। বাংলাদেশ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের দেশ। ভয়ংকর ঘূর্ণিঝড় শুধু যে মানুষের প্রাণ নেয়, তা নয়; ঘূর্ণিঝড়ের ভয়াবহতা কেড়ে নেয় উপকূলবাসীর শেষ সম্বলটুকুও। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে থাকা ব-দ্বীপটিতে প্রায় প্রতিবছরই ঘূর্ণিঝড় আঘাত করে। ঘূর্ণিঝড়ের ভয়াল থাবায় লন্ডভন্ড হয় উপকূল।

রোববার অধিদপ্তরের ঢাকার ঝড় সতর্কীকরণ কেন্দ্রে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমিটির নিয়মিত এ বৈঠক হয়। অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. ছাদেকুল আলম এ সময় উপস্থিত ছিলেন। মাসব্যাপী এই পূর্বাভাসে বলা হয়, এ মাসে সারাদেশে ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা এবং নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি ঘন কুয়াশা পড়তে পারে।

রোববার পূর্ভাবাসে বলা হয়েছে, সামগ্রিকভাবে এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ ছাড়া দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে। তবে তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে। অন্যদিকে নভেম্বরে দেশের প্রধান নদ-নদীসমূহের স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে।

আবহাওয়াবিদ ড. সামসুল আরেফিন বলেন, বাংলাদেশে ঘূর্ণিঝড়ে সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় ধরা হয় নভেম্বর ও এপ্রিল মাসকে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপমাত্রা বেড়ে যাওয়ায় আবহাওয়া তার ব্যাকরণ ভুলে গেছে। এখন ঘূর্ণিঝড়প্রবণ হয়ে উঠেছে মে মাস। আবহাওয়া অধিদপ্তরের এক পরিসংখ্যানে বলা হয়, গত ৬০ বছরে বাংলাদেশে আঘাত হানা ৩৬টি ঘূর্ণিঝড়ের ১৫টিই হচ্ছে মে মাসে। এর মধ্যে গত এক যুগেই সাতটি ঘূর্ণিঝড় আঘাত হেনেছে মে মাসে। আবহাওয়া অধিদপ্তরের পরিসংখ্যানে উঠে আসে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে বাংলাদেশে এপ্রিল ও মে মাসে তাপমাত্রা অন্য মাসের তুলনায় বেড়ে গেছে। এ সময় বঙ্গোপসাগরের তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে এক থেকে তিন ডিগ্রি বেশি থাকে বলে প্রমাণ পেয়েছেন আবহাওয়াবিদরা। ২০০৭ সালের নভেম্বরে আঘাত হানা প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে প্রায় সাড়ে তিন হাজার মানুষ প্রাণ হারায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে