রংপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি মো. নুরুল হক নুরুর আগমন নিয়ে নগরীতে উত্তেজনা বিরাজ করছে। আগামী ৮ নভেম্বর দুপুরে স্থানীয় জিলা স্কুল মাঠে বাংলাদেশ গণ-অধিকার পরিষদের ব্যানারে জনসভা হওয়ার কথা রয়েছে। তবে জনসভার প্রতিবাদে স্থানীয় জাতীয় পার্টি (জাপা) রোববার নগরীতে লাঠি মিছিল করেছে। বিক্ষোভ মিছিল বের করা হচ্ছে জেলা কার্যালয় থেকে। কয়েকদিন ধরে চলছে তাদের এই কর্মসূচি।
অন্যদিকে নুরুল হক নুরুর জনসভা সফল ম যাযাদি ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে বের হয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় রূপান্তরের আন্দোলনে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ-মিছিল করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা।
কর্মসূচির প্রথম দিন রোববার সকালে ঢাকা কলেজে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের অফিস কক্ষে দেখা গেলেও শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ছিলেন না। একই চিত্র দেখা গেছে ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ ও সরকারি বাঙলা কলেজসহ অন্য কলেজগুলোতেও।
বেলা ১১টায় ঢাকা কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে মিছিল বের করেন। মিছিল নিয়ে তারা কলেজের শহীদ মিনারের সামনে গিয়ে অবস্থান নেন।
সেখানে আসিফ গাজী নামে আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, 'প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্য উপেক্ষা করে সাত কলেজের প্রত্যেক কলেজে রোববার ও সোমবার গণসংযোগ ও বিক্ষোভ-মিছিল আয়োজন করা হয়েছে। সকাল থেকে ঢাকা কলেজসহ প্রত্যেক ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে বিভাগ ও হলগুলোতে গণসংযোগ কর্মসূচি চালিয়েছেন। সাধারণ শিক্ষার্থীদের স্পষ্ট বার্তা; প্রয়োজনে তারা আরও কঠোর কর্মসূচি দেবে। দাবি না পূরণ হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।'
সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে গত কয়েকদিন ধরেই নিয়মিত বিক্ষোভ চালিয়ে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকেও সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবি উঠেছে।
স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের আন্দোলনে সবশেষ শিক্ষার্থী প্রতিনিধি রেখে কমিশন গঠনসহ চারটি দাবিতে রোববার ও সোমবার ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরতরা।
অন্য দাবিগুলো হলো- সাত কলেজের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্য প্রত্যাহার, কমিটি বাতিল, কমিশন গঠন ও সেখানে শিক্ষার্থী প্রতিনিধি যুক্ত করা।
রোববার সকাল ৯টায় ইডেন মহিলা কলেজের দুই নম্বর গেট থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল নিয়ে তারা বিভিন্ন বিভাগে গিয়ে ক্লাস-পরীক্ষা বর্জনে গণসংযোগ করেন। এসময় তারা অধিভুক্তি থেকে মুক্তির দাবিতে বিভিন্ন স্স্নোগান দেন।
ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী আনিকা আক্তার বলেন, 'আজকে (রোববার) গণসংযোগ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছি। আন্দোলনে বিগত দিনগুলোর তুলনায় মেয়েদের অংশগ্রহণ বেড়েছে। তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং সফলভাবে কর্মসূচি পালন করেছে।'
এদিকে, অধিভুক্ত বেগম বদরুন্নেসা কলেজেও ক্লাস-পরীক্ষা বর্জন করে বেলা ১১টা থেকে মিছিলের খবর পাওয়া গেছে।
সাত কলেজের আন্দোলনে বদরুন্নেসা কলেজ প্রতিনিধি শিক্ষার্থী নুসরাত বলেন, 'আমরা ক্লাস বয়কট করেছি, কিন্তু শিক্ষার্থীদের ভোগান্তির কথা বিবেচনা করে পরীক্ষা বয়কট করা হয়নি।'
সকাল ১০টায় সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীরা মিরপুর-টেকনিক্যাল সড়কে বিক্ষোভ করেন। কবি নজরুল সরকারি কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজেও ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
এদিকে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচির কারণে তিতুমীর কলেজ প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের পূর্বঘোষিত মতবিনিময় সভা স্থগিত করা হয়েছে।
জানতে চাইলে তিতুমীর কলেজের অধ্যক্ষ শিপ্রা রানি মন্ডল বলেন, 'আজকে (রোববার) আমাদের একটি মিটিং ছিল। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সেটি স্থগিত করা হয়েছে।'
\হকরতে নগরীজুড়ে পোস্টার সাঁটানো হয়েছে। রোববার দুপুরে গণ-অধিকার পরিষদের স্থানীয় নেতারা সংবাদ সম্মেলন করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, রংপুরের ঘাঁটি খ্যাত জাপার ইমেজ ও দলীয় নেতাকর্মীকে চাঙ্গা রাখতে কর্মসূচি অব্যাহত রেখেছে। মিছিলের সম্মুখভাগে রয়েছেন জাপা কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগরের সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, জেলা জাতীয় যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম, কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট মোকাম্মেল হক চৌধুরী, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, সদর উপজেলা আহ্বায়ক মাসুদ নবী মুন্না, মহানগর স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক ফারুক হোসেন মন্ডল, মহানগর শ্রমিক পার্টির সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক মজাহারুল ইসলাম মন্টু মহানগর জাতীয় ছাত্রসমাজের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জসিম, মহানগর জাতীয় অটো শ্রমিক পার্টির সভাপতি তসলিম উদ্দিন প্রধান উচ্ছ্বল প্রমুখ।
জাপার কেন্দ্রীয় কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, 'এটি ঢাকা নয়, রংপুর। এখানে গুন্ডাপান্ডা হায়ার করে লাভ হবে না। এক মিনিটও টিকতে পারবেন না। গণঅধিকার পরিষদের নেতা নুরুর দলকে আমরা হিসাব করি না। নুরুকে পেছন থেকে উসকানি দিয়ে এবং গুন্ডাপান্ডা হায়ার করে ঢাকার জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এ ঘটনার মধ্য দিয়ে গণতান্ত্রিক বিধি ব্যবস্থার ওপর কুঠারাঘাত করা হয়েছে। ঢাকায় যে তান্ডব চালানো হয়েছে তার জবাব দেশের জনগণ একদিন দেবে।' এজন্য তিনি দলীয় নেতাকর্মীকে প্রস্তুত থাকার আহ্বান জানান।
রংপুরে জাতীয় পার্টি ২৪ ঘণ্টা দলীয় কার্যালয়ে অবস্থান করবে জানিয়ে তিনি বলেন, তারা এরশাদের সৈনিক, এসব হুমকি-ধামকি দেখিয়ে পার পাওয়া যাবে না।'
জাপা নেতাদের বক্তব্য
প্রত্যাহারে সময় বেঁধে দিল
গণ-অধিকার পরিষদ
এদিকে গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক (ভিপি নুর) সম্পর্কে কটূক্তিমূলক বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনার জন্য জাতীয় পার্টির নেতাদের ২৪ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়েছে। রোববার দুপুরে রংপুর নগরে সিটি বাজারে দলীয় কার্যালয়ে গণ-অধিকার পরিষদ জেলা শাখার সংবাদ সম্মেলনে এই আল্টিমেটাম দেন দলের নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গণ-অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য হানিফ খান। তিনি বলেন, 'রংপুরে ফ্যাসিবাদের দোসর হিসেবে পরিচিত জাতীয় পার্টির নেতাদের একটি বিক্ষোভ-মিছিল সোস্যাল মিডিয়ায় আমাদের দৃষ্টিগোচর হয়েছে। যেখানে তারুণ্যের আইকন ফ্যাসিবাদ পতনের অন্যতম রূপকার ডাকসুর সাবেক ভিপি গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক ও গণ-অধিকার পরিষদের সম্পর্কে বিরূপ মন্তব্য করে বক্তব্য দেওয়া হয়েছে।'
জাতীয় পার্টির নেতাকর্মীর এমন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়েছে, আওয়ামী ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি বিগত তিনটি নির্বাচনেই সহযোগী ছিল। জুলাই বিপস্নবের শহীদ আবু সাঈদের রক্তস্নাত রংপুরের মাটিতে গণহত্যাকারী, ফ্যাসিস্ট ও তার সহযোগীদের রাজনীতিতে স্থান হবে না। কোনো ব্যক্তি বা সংগঠন যদি ফ্যাসিবাদের পুনর্বাসনে রংপুরকে অশান্ত ও উত্তপ্ত করার চেষ্টা করে, তাহলে রংপুরের বিপস্নবী ছাত্র-জনতাকে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে।
উলেস্নখ্য, গণ-অধিকার পরিষদ সারাদেশে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সমাবেশের কর্মসূচি ঘোষণা দিয়েছে। রংপুরে শনিবার দুপুরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করে দলটি। ওই কর্মসূচিতে রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান বক্তব্য রাখেন। ওই বক্তব্যে নুরুল হক ও গণ-অধিকার পরিষদ সম্পর্কে কটূক্তির অভিযোগ ওঠে।