বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

সংবাদ সংক্ষেপ

যাযাদি ডেস্ক
  ০৪ নভেম্বর ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

কুয়েত সফরে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা

কাউন্টার টেরোরিজম ইসু্যতে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলনে যোগ দিতে কুয়েত গেছেন অন্তর্র্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌ?হিদ হোসেন। রোববার সকালে কুয়েতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূইয়া এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, কাউন্টার টেরোরিজম বিষয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলনে যোগ দিতে কুয়েতের উদ্দেশে আজ সকালে রওয়ানা হয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সম্মেলন শেষে আগামী ৬ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্র উপদেষ্টার।

প্রসঙ্গত, সর্বশেষ অক্টোবরের শেষের দিকে দ্বীপ রাষ্ট্র সামোয়া সফর করবেন পররাষ্ট্র উপদেষ্টা। তি?নি সামোয়ার রাজধানী আপিয়ায় কমনওয়েলথ সম্মেলনে যোগ দিয়েছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ এক হচ্ছে আবার

ম যাযাদি রিপোর্ট

প্রায় ৭ বছর আগে দুই ভাগ হয়ে যাওয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবার একীভূত হচ্ছে। ফলে জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগের কার্যক্রম একজন সচিবের অধীনেই পরিচালিত হবে।

রোববার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সিদ্ধান্ত উলেস্নখ করে একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে বলে একজন দায়িত্বশীল কর্মকর্তা নিশ্চিত করেছেন।

চিঠিতে বলা হয়েছে, 'স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুটি বিভাগ জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগ দুটির কাজের ব্যাপকতা, অধিকতর সমন্বয়, গতিশীল আনয়ন ও গুরুত্ব বিবেচনা করে জনস্বার্থে একত্রিতকরণে প্রধান উপদেষ্টা অনুশাসন প্রদান করেছেন।' এই অনুশাসন অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগ পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান।

বর্তমানে জননিরাপত্তা বিভাগে পুলিশ সদরদপ্তর, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড, তদন্ত সংস্থা আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনাল এবং ন্যাশনাল টেলিকমিউনেকশন মনিটরিং সেন্টার রয়েছে।

সুরক্ষা বিভাগে আছে বহিরাগমন পাসপোর্ট অধিদপ্তর, কারা অধিদপ্তর, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

অন্তর্র্বর্তী সরকার ক্ষমতায় আসার পর জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আবদুল মোমেনকে সুরক্ষা সেবা বিভাগেরও দায়িত্ব দেওয়া হয়। সুরক্ষা সেবা বিভাগে কোনো সচিব নিয়োগ দেওয়া হয়নি।

রাজধানীর মানিকনগরে

ভবন থেকে পড়ে

শ্রমিকের মৃতু্য

ম যাযাদি ডেস্ক

রাজধানীর মুগদার মানিকনগরে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে নাইম (২৫) নামে এক শ্রমিকের মৃতু্য হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে মানিকনগরের পুরাতন ছয়তলা রোডে এ দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুপুর পৌনে ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি বরগুনা সদর উপজেলার কালিরতবক গ্রামে। তার বাবার নাম মোশারেফ।

হাসপাতালে নাইমকে নিয়ে আসা তার বড় ভাই মো. মিরাজ জানান, তারা একসঙ্গে রাজমিস্ত্রির কাজ করেন। মানিকনগরের ভবনটি নির্মাণের শুরু থেকে সেখানে তারা কাজ করছিলেন। তারা থাকেন মানিকনগরের পুকুরপাড় এলাকায়।

তিনি জানান, সকাল থেকে ৭ম তলায় দেয়াল গাঁথুনির কাজ করছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে নাস্তা খেয়ে তারা দুই ভাই ৭ম তলায় ওঠার কিছুক্ষণ পর জানালার ফাঁকা অংশ দিয়ে নিচে পড়ে যান নাইম। তবে কীভাবে সেখান থেকে নাইম নিচে পড়েছেন এটি দেখেননি মিরাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে