শেখ হাসিনা পালিয়ে গিয়েও বিদেশে বসে নানা ষড়যন্ত্র করে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তবে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে তাদের সব ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই আহ্বান জানান।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, 'আগস্ট বিপস্নবের পর গত তিন মাসে পতিত শেখ হাসিনা প্রতিবিপস্নবের মাধ্যমে আবারও ক্ষমতায় ফিরে আসতে চায়। ৫ আগস্টের চেতনায় জাতীয় ঐকমত্যের ভিত্তিতে এই অপশক্তিকে আমরা মোকাবিলা করব।'
নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সার্চ কমিটি গঠিত হয়েছে জানিয়ে তিনি বলেন, 'কিন্তু একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচনের আগে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কিছু স্থানে সংস্কার প্রয়োজন। বিচার বিভাগ, শাসন বিভাগ, সংবিধান ও প্রশাসনের মৌলিক সংস্কার ছাড়া সামনে এগোনো সম্ভব না।
এ সময় খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক ও সদস্যসচিব রফিউল ইসলাম টুটুল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সরকারি পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, অঞ্চল টিম সদস্য মাস্টার শফিকুল আলম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা আমির মাওলানা এমরান হসাইন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, মহানগরী সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলম, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, মহানগর ছাত্রশিবির সভাপতি আরাফাত হোসেন মিলন, জেলা ছাত্রশিবিরের সভাপতি বেলাল হোসাইন রিয়াদ, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম ফারাজি, ছাত্রশিবিরের মহানগর সেক্রেটারি এসএম নুরুলস্নাহ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে তিনি ক্ষতিগ্রস্ত খুলনা প্রেস ক্লাবের উন্নয়নের জন্য ক্লাবের কর্মকর্তাদের হাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে পাঠানো তিন লাখ টাকা হস্তান্তর করেন।
খুলনা প্রেস ক্লাবের মতো একটি দল-মতের ঊর্ধ্বে প্রতিষ্ঠানের ওপর হামলায় বিচলিত ও বিসৃত হন তিনি। খুলনা প্রেস ক্লাবের সার্বিক উন্নয়নের স্বার্থে সরকারি অনুদানে একটি বৃহৎ প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া চলছে বলে জানান অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, 'প্রায় ৫০ কোটি টাকার এই প্রকল্প অনুমোদন পেতে প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটিকে আমার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদান করা হচ্ছে। এই উদ্যোগ বাস্তবায়ন হলে খুলনা প্রেস ক্লাবের সাবেক সদস্য হিসেবে আমি গর্বিত হব।'
এই প্রকল্প বাস্তবায়নে ক্লাবের আহ্বায়ক এনামুল হক ও সদস্যসচিব রফিউল ইসলাম টুটুলসহ কমিটির অন্য সদস্য ও ক্লাবের সিনিয়র সদস্যদের ভূমিকার প্রশংসা করেন। বিশেষ করে ক্লাবের সদস্যসচিব রফিউল ইসলাম টুটুলের তৎপরতার ভূয়সী প্রশংসা করেন তিনি।