যশোরের দুঃখখ্যাত ভবদহ অঞ্চল পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার যশোরের অভয়নগর উপজেলার আমডাঙ্গা খাল, সুন্দলী, বিল কপালিয়া ও ভবদহ স্লুইসগেট এলাকা পরিদর্শনকালে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন তিনি। পরে তিনি দুপুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, যশোরের ভবদহ জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে। তবে বিগত সময়ের মতো পানি উন্নয়ন বোর্ড, বিভিন্ন সংস্থার মতামতে নয় এবার ভুক্তভোগীদের পরামর্শে নেওয়া প্রকল্প অনুযায়ী কাজ হবে।
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমরা সেই পথে চলছি, যেটা জনগণ চায়, ভুক্তভোগীরা চায়। এখানে এসে বুঝেছি এখনকার জনগণের এখন সাহায্যের প্রয়োজন। বিভিন্ন সংস্থার যে ঋণ রয়েছে সেটা শিথিল করা হবে। আমাকে জানতে হবে ভবদহ নিয়ে বিগত সময়ে কত প্রকল্প নেওয়া হয়েছে। দীর্ঘ প্রকল্প নেওয়া হলেও কেন এই সমস্যা আবারও ফেরত আসে। আমরা যখন এসব বিষয় বিশ্লেষণ করতে পারব, তাহলে আমাদের প্রকল্প বাস্তবায়ন করতে সুবিধা হবে।
এর আগে রোববার সকালে অভয়নগর উপজেলার আমডাঙা খাল পরিদর্শন করেন পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এসময় তিনি স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। তাদের কাছ থেকে সমস্যা ও সমাধানের পরামর্শ গ্রহণ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মুহাম্মদ আমিরুল হক ভূঞা, যশোরে জেলা প্রশাসক আজহারুল ইসলাম প্রমুখ।