রোববার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

ইউআইইউ'তে সেমিনার ও হুয়াওয়ে-সিইআর ইউআইইউ সোলার ল্যাব উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তি
  ১১ নভেম্বর ২০২৪, ০০:০০
ইউআইইউ'তে সেমিনার ও হুয়াওয়ে-সিইআর ইউআইইউ সোলার ল্যাব উদ্বোধন
ইউআইইউ'তে সেমিনার ও হুয়াওয়ে-সিইআর ইউআইইউ সোলার ল্যাব উদ্বোধন

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইউআইইউ'র সেন্টার ফর এনার্জি রিসাচ (সিইআর) এবং হুয়াওয়ে বাংলাদেশ'র সহযোগিতায় 'রোল অফ স্মার্ট গ্রিড ইন দ্য ফিউচার পাওয়ার সিস্টেম' বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি 'হুয়াওয়ে-সিইআর, ইউআইইউ সোলার ল্যাব' উদ্বোধনী অনুষ্ঠান ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের বিদু্যৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ফাওজুল কবির খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি'র চেয়ারম্যান প্রফেসর এম রিজওয়ান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া।

হুয়াওয়ের অর্থায়নে ইউআইইউতে ল্যাবটি প্রতিষ্ঠা করা হয়েছে। এই ল্যাবের অন্যতম উদ্দেশ্য হলো- টেকসই সক্ষমতা বৃদ্ধি এবং মানবসম্পদ উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা। এখানে বাংলাদেশের চাহিদা অনুযায়ী হুয়াওয়ে এবং সিইআর, ইউআইইউ সম্মিলিতভাবে বিভিন্ন কোর্স ও প্রশিক্ষণের আয়োজন করবে। এসব প্রশিক্ষণ ও কোর্সের বিষয়বস্তুতে নবায়নযোগ্য শক্তি টেকনোলজি, গবেষণা, ডিজিটাল শক্তি এবং স্মার্ট এনার্জি সলিউশনের প্রযুক্তিগত উন্নয়ন ইত্যাদি অন্তর্ভুক্ত থাকবে। এটিই বাংলাদেশে প্রথম ল্যাব, যার অধীনে নবায়নযোগ্য শক্তি সংরক্ষণের সুযোগ থাকবে।

অনুষ্ঠানে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের সিইও প্যান জুনফেং, শিক্ষক-শিক্ষিকা, গবেষক, শিক্ষাবিদ, সরকারি-বেসরকরি কর্মকর্তা, ছাত্র-ছাত্রীসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে