রোববার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সরকারি কর্মকমিশনের চেয়ারম্যানের সঙ্গে সিঙ্গাপুরের নন-রেসিডেন্ট হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

সংবাদ বিজ্ঞপ্তি
  ১১ নভেম্বর ২০২৪, ০০:০০
সরকারি কর্মকমিশনের চেয়ারম্যানের সঙ্গে সিঙ্গাপুরের নন-রেসিডেন্ট হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

সিঙ্গাপুরের নন-রেসিডেন্ট হাইকমিশনার গৎ. উবৎবশ খড়য প্রতিনিধিসহ ১০ নভেম্বর বাংলাদেশ সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ সরকারি কর্মকমিশনের কার্যাবলি সম্পর্কে অবহিত করেন। সাক্ষাতকালে কমিশনের চেয়ারম্যান এবং সিঙ্গাপুরের নন-রেসিডেন্ট হাইকমিশনার 'বাংলাদেশ সিভিল সার্ভিস ও সিঙ্গাপুর সিভিল সার্ভিস'-এর নিয়োগ প্রক্রিয়াসহ অন্যানা বিষয়ে আলোচনা করেন। সিঙ্গাপুরের নন-রেসিডেন্ট হাইকমিশনার বাংলাদেশ সরকারি কর্মকমিশনকে ডিজিটালাইজড এবং নিয়োগ প্রক্রিয়ার ফলাফল অটোমেশন পদ্ধতিতে নিখুঁতভাবে করার জন্য সহযোগিতা করার অভিপ্রায় ব্যক্ত করেন। এ ছাড়া বাংলাদেশ সরকারি কর্মকমিশনের কর্মকর্তা এবং সিভিল সার্ভিসের কর্মকর্তাদের বৈদেশিক প্রশিক্ষণ প্রদানের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এ সময় বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সচিব উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে