ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হিসেবে যোগদান করেছেন ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া-এর দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আবু জাফর খান। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার এক প্রজ্ঞাপনের আলোকে রোববার তিনি উপ-উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন।
নবনিযুক্ত উপ-উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর বরণ করে নেন। অধ্যাপক ড. মুহাম্মদ আবু জাফর খান বিশ্ববিদ্যালয়ের উপস্থিত শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্য করে বলেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় পরিবারের একজন সদস্য হতে পেরে আমি গর্বিত। আধুনিক শিক্ষা ব্যবস্থার পাশাপাশি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সবাইকে নিয়ে এক সঙ্গে কাজ করার ইচ্ছাও ব্যক্ত করেন তিনি।
যোগদান অনুষ্ঠানে জুলাই বিপস্নবে শহিদদের আত্মার মাগফেরাত কামনা, আহতদের দ্রম্নত সুস্থতা এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি