নির্মাণাধীন ভবন থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের
ম যাযাদি রিপোর্ট
ঢাকার যাত্রাবাড়ীর মাতুয়াইলে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় নিচে পড়ে এক শ্রমিক মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন সোমবার বেলা ১১টার দিকে ভবনের নবম তলায় পস্নাস্টারের কাজ করার সময় পা পিছলে পড়ে যান ১৯ বছর বয়সি জসিম উদ্দিন। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক জসিমকে মৃত ঘোষণা করেন।
রাজমিস্ত্রি জসিমের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার বিশালপুর গ্রামে; তার বাবার নাম মো. দেওয়ান। পরিদর্শক ফারুক জানিয়েছেন, জসিমের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায়ও জানানো হয়েছে।
দুর্নীতি :সাময়িক বরখাস্ত সিডিএ'র কর্মকর্তা হাসান
ম চট্টগ্রাম বু্যরো
দুর্নীতির মামলায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) অথরাইজড অফিসার মোহাম্মদ হাসানকে সাময়িক বরখাস্ত করেছে প্রতিষ্ঠানটি। সোমবার সিডিএ সচিব রবীন্দ্র চাকমা তাকে সাময়িক বরখাস্ত করে অফিস আদেশ জারি করেন।
আদেশে উলেস্নখ করা হয়, মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত, চট্টগ্রাম কর্তৃক দায়েরকৃত বিশেষ মামলা নং- ৪০/২০১২, ৪১/২০১২ ও ৪৩/২০১২ চলমান থাকায় চউক কর্মচারী চাকরি প্রবিধানমালা ১৯৯০-এর ৪০ (ঙ) ধারা মোতাবেক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন সময় বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। এই আদেশ কর্তৃপক্ষের অনুমোদনে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর করা হবে বলেও লেখা আছে। সিডিএ সচিব রবীন্দ্র চাকমা সাময়িক বরখাস্তের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
আলীকদমে ৩১ শিশুসহ ৮৪ রোহিঙ্গা আটক
ম আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবানের আলীকদম উপজেলায় ৮৪ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে প্রশাসন। সোমবার সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পৃথক অভিযানে এসব রোহিঙ্গাদের আটক করা হয়। তাদের মধ্যে ৩১ জন শিশু, ৫৩ জন নারী, পুরুষ ও বৃদ্ধ রয়েছে।
জানা যায়, মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতময় পরিস্থিতি চলছে। এর জেরে এসব রোহিঙ্গা বিভিন্ন দালালচক্রের মাধ্যমে আলীকদমের দুর্গম কুরুকপাতা ইউনিয়নের সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে।
আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আকিব জাবেদ সাংবাদিকদের বলেন, দালালচক্রের মাধ্যমে আটক রোহিঙ্গারা আলীকদমের কয়েকটি সীমান্ত পথ দিয়ে অনুপ্রবেশ করেছিল। আমরা খবর পেয়ে তাদের আটক করি।
আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপায়ন দেব জানান, আটক রোহিঙ্গাদের পুশব্যাক করার জন্য বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযান অব্যাহত রাখা হবে।