রোববার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

কেরানীগঞ্জের তাফসির মাহফিল ও কামিল মাদ্রাসার অধ্যক্ষের কন্যার দোয়া অনুষ্ঠান

  ১২ নভেম্বর ২০২৪, ০০:০০
কেরানীগঞ্জের তাফসির মাহফিল ও কামিল মাদ্রাসার অধ্যক্ষের কন্যার দোয়া অনুষ্ঠান
কেরানীগঞ্জের তাফসির মাহফিল ও কামিল মাদ্রাসার অধ্যক্ষের কন্যার দোয়া অনুষ্ঠান

ঘাটারচরের লাবনী পয়েন্টে অবস্থিত আল-মাদানী ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে জৈনপুরী পীর সাহেব বলেন, পতিত সরকার থেকে আপনারা শিক্ষা নিন। সরকার যখন স্বেচ্ছাচারী হয়ে জুলুম-অত্যাচার চালাতে থাকে এবং ধরাকে শরাজ্ঞান করে একনায়কতন্ত্রের পথ বেছে নেয়, এমন কি আইন নিজের হাতে তুলে নেয় তখন আলস্নাহ তায়ালা তাহার ও তাহাদের প্রতি নারাজ হয়ে অত্যাচারীকে ক্ষণিকের মধ্যে নিশ্চিহ্ন করে দেয়। সুতরাং নবীজী (সা.)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে আদর্শ জীবন গঠনে দেশ ও মানব সেবায় এগিয়ে আসুন।

আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ মাওলানা কারি রওশন আরা নুরীর সভাপতিত্বে, শিক্ষক-শিক্ষার্থীর সমন্বয়ে প্রতিষ্ঠাতা সভাপতি জৈনপুরী পীর আলস্নামা সৈয়দ মাহবুবুর রহমান ও প্রিন্সিপালের লন্ডন ইউনিভার্সিটিতে শিক্ষারত কন্যা সাইয়েদা মোকাররমা মেহেকের জন্য দোয়া ও সবার মাঝে খাদ্য বিতরণ করা হয়।

পরে সব শ্রোতাকে আগামী ৫ ডিসেম্বর জৈনপুরী দরবার শরিফে মাসিক জেকের ও তাফসির মাহফিলে শরিক হওয়ার জন্য দাওয়াত জানিয়ে এবং মোহাম্মদপুর লালমাটিয়ায় তার প্রতিষ্ঠিত আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল এম এ মাদ্রাসায় ইবতেদায়ি প্রথম শ্রেণি থেকে কামিল এম এ পর্যন্ত আবাসিক/অনাবাসিক ডে-কেয়ারে ভর্তি হলে শিক্ষার্থীদের অন্ন-বস্ত্রসহ যাবতীয় কিছু ফ্রি করে দেবেন বলে ঘোষণা দেওয়া মোনাজাত করেন। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে