রোববার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) যোগ দিলেন জাবির অধ্যাপক সাঈদ ফেরদৌস

  ১২ নভেম্বর ২০২৪, ০০:০০
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) যোগ দিলেন জাবির অধ্যাপক সাঈদ ফেরদৌস
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) যোগ দিলেন জাবির অধ্যাপক সাঈদ ফেরদৌস

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) উপ-উপাচার্য পদে যোগ দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস। উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের কাছে ১০ নভেম্বর তিনি যোগদানপত্র পেশ করেন। এ সময় উপাচার্য তার যোগদানপত্র গ্রহণ করেন এবং অভিনন্দন জানান। বিশ্ববিদ্যালয়ে মানসম্মত ও বাস্তবমুখী শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে নবনিযুক্ত উপ-উপাচার্য বিশেষ অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম এ সময় উপস্থিত ছিলেন।

অধ্যাপক সাঈদ ফেরদৌস জাবির নৃবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৯৯৫ সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে অধ্যাপনা করছেন। তিনি আমস্টারডাম ইউনিভার্সিটি, নেদারল্যান্ডস থেকে দ্বিতীয় মাস্টার্স সম্পন্ন করেন। পরবর্তীতে পিএইচডি করেন ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটি, যুক্তরাজ্য থেকে। খ্যাতনামা দেশি-বিদেশি প্রকাশনা সংস্থা থেকে তার বেশ কিছু রচনা বুক চ্যাপ্টার এবং প্রবন্ধ হিসেবে ছাপা হয়েছে।

প্রসঙ্গত ৭ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় অধ্যাপক সাঈদ ফেরদৌসকে বাউবিতে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে