রোববার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সাংবাদিক আনোয়ার আলদীন বাসস পরিচালনা বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত

বিশেষ সংবাদদাতা
  ১২ নভেম্বর ২০২৪, ০০:০০
সাংবাদিক আনোয়ার আলদীন বাসস পরিচালনা বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত
সাংবাদিক আনোয়ার আলদীন বাসস পরিচালনা বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত

দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক এবং প্রথিতযশা সাংবাদিক আনোয়ার আলদীনকে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। রোববার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

আনোয়ার আলদীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনা শেষ করে দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় রিপোর্টার হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি দীর্ঘ সময় ধরে পত্রিকাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তার অনুসন্ধানী সাংবাদিকতা বিশেষভাবে প্রশংসিত। ১৯৯৬ সালে তার 'ভেজালের ভিড়ে আসল উধাও' শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন ব্যাপক সাড়া ফেলেছিল। এই প্রতিবেদনের জন্য তিনি বিভিন্ন পুরস্কারও অর্জন করেন।

দক্ষিণ খুলনার কপিলমুনির কৃতী সন্তান আনোয়ার আলদীন সাংবাদিকতার পাশাপাশি সমাজ উন্নয়নে সক্রিয়। তিনি এলাকায় হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানা প্রতিষ্ঠা করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে