জমজমাট আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজে। উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত কলেজের স্থায়ী ক্যাম্পাস মাঠে অনুষ্ঠিত খেলায় অংশ নেয় নবম শ্রেণির ছাত্রীরা। এ সময় তারা উচ্চ লাফ, দীর্ঘ লাফ, দড়ি লাফ, সাইক্লিং, হ্যান্ডবল, দৌড় প্রতিযোগিতা ছাড়াও বিভিন্ন একক ও দলগত প্রতিযোগিতায় অংশ নেয়। গত ২১ নভেম্বর অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জহিরুল হক, মিজানুর রহমান খান, ইফতেখার হোসেন, একাডেমিক পরিচালক জিয়াউন নাহার, শামীম মুন্সি, জাকিয়া সুলতানা, শারীরিক শিক্ষা ও খেলাধুলা বিভাগের প্রভাষক শিপ্রা বিশ্বাস, মো. নাসিরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের শেষাংশে বিভিন্ন ইভেন্টে বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। এ সময় তিনি বলেন, 'শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পাঠ গ্রহণের পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। আজকের (শুক্রবার) প্রতিযোগিতায় বালিকাদের সাবলীল অংশগ্রহণ চিহ্নিত করবে আমাদের এগিয়ে চলার পথকে।'
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মাইলস্টোন কলেজের নবম শ্রেণির সব ছাত্রী এবং বিজয়ীদের আন্তরিক ধন্যবাদ জানান অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। সংবাদ বিজ্ঞপ্তি