বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক শ্রমবিষয়ক বিশেষ প্রতিনিধি ঢাকায়

যাযাদি ডেস্ক
  ২৩ নভেম্বর ২০২৪, ০০:০০
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক শ্রমবিষয়ক বিশেষ প্রতিনিধি ঢাকায়

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক শ্রমবিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম ফে রদ্রিগেজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে। প্রতিনিধিদলে আরও রয়েছেন যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লি।

পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়, চার দিনের এই সফরে প্রতিনিধি দলটি বাংলাদেশকে অর্থনৈতিক সহনশীলতা, স্থিতিশীলতা, প্রবৃদ্ধির পাশাপাশি কার্যকর ও গুণগত মানসম্পন্ন কর্মসংস্থানের ক্ষেত্রে সহযোগিতা দেবে।

সফরে অন্তর্র্বর্তীকালীন সরকারের প্রতিনিধি, তৈরি পোশাক প্রস্তুতকারক এবং শ্রমিক ইউনিয়ন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে প্রতিনিধি দল।

ঢাকায় পৌঁছে শ্রমিক অধিকার সংগঠন সলিডারিটি সেন্টার এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রথম দিন বৈঠক করে প্রতিনিধি দল।

বাংলাদেশের অর্থনীতি, গণতন্ত্র এবং শ্রমিকদের উৎকৃষ্ট উপায়ে সহযোগিতার বিষয়ে আলোচনা

করবে দলটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে