বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

যাযাদি ডেস্ক
  ৩০ নভেম্বর ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

হজযাত্রীদের নিবন্ধনের

সময় ফের বাড়ল

ম যাযাদি ডেস্ক

সরকারি ও বেসরকারি পর্যায়ে হজযাত্রীদের নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। ১৫ ডিসেম্বর পর্যন্ত হজযাত্রীরা নিবন্ধন করতে পারবেন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ১৫ ডিসেম্বরের পর সময়সীমা আর বাড়ানো হবে না বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ধর্ম মন্ত্রণালয় আরও বলেছে, এ সময়ের মধ্যে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে। আর হজ প্যাকেজের পুরো অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করা যাবে।

২০২৫ সালে হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয় গত ১ সেপ্টেম্বর থেকে। সরকারি-বেসরকারি দুই মাধ্যমেই এই নিবন্ধন কার্যক্রমের শেষ সময় ছিল ৩০ নভেম্বর পর্যন্ত। এখন নিবন্ধনের সময় আরও ১৫ দিন বাড়ানো হলো।

আরও ৭৫ বাংলাদেশিকে

মুক্তি দিল আমিরাত

ম যাযাদি ডেস্ক

বাংলাদেশে জুলাই-আগস্টের ছাত্র-জনতাকে হত্যা ও নিপীড়নের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে মিছিল ও বিক্ষোভ করায় আটক আরও ৭৫ প্রবাসীকে শুক্রবার ক্ষমা করল আমিরাত সরকার। এ নিয়ে দেশটি মোট ১৮৮ জনকে মুক্তি দিল দেশটি।

তাদের মুক্তি দেওয়া হয়েছে বলে শুক্রবার নিশ্চিত করেন প্রবাসী

কল্যাণ উপদেষ্টার একান্ত সচিব

সারোয়ার আলম।

এর আগে ১১৩ জনকে মুক্তি দেয় আমিরাত সরকার। এ নিয়ে মোট ১৮৮ জন ছাত্র-জনতার আন্দোলনের সমর্থনে বিক্ষোভ মিছিল করার অভিযোগে আটক হওয়া প্রবাসী মুক্তি পেলেন।

গত জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় অনেকে গ্রেফতার হন। তাদের মধ্য থেকে ৫৭ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেন দেশটির একটি আদালত। তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং বাকি একজনকে ১১ বছরের কারাদন্ড দেওয়া হয়েছিল।

কবজি কাটা গ্রম্নপের

'ভাগ্নে বিলস্নাল'

গ্রেপ্তার

ম যাযাদি রিপোর্ট

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় বিলস্নাল গাজী নামে এক হাউজিং কর্মীকে কুপিয়ে হত্যার মামলায় অন্যতম আসামি ও 'কবজি কাটা গ্রম্নপের' অন্যতম সদস্য বিলস্নাল ওরফে ভাগ্নে বিলস্নাল ওরফে অগ্নি বিলস্নালকে (২৮) দেশীয় অস্ত্রসহ

গ্রেপ্তার করেছের্ যাব।

বৃহস্পতিবার রাতে রাজধানীর আদাবর থানার শ্যামলী হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে সামুরাই, পাহাড়ি দা, লক কাটার, তিনটি ওয়াকিটকি, দুটি ওয়াকিটকি চার্জার, শিশা খাওয়ার মেশিন, মোটরসাইকেল, রাউটার এবং দুটি মোবাইল ফোন

উদ্ধার করের্ যাব।

শুক্রবার মোহাম্মদপুরের দুর্র্ধর্ষ এই গ্যাংটির সদস্যকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেনর্ যাব-২ সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) ও সহকারী পরিচালক শিহাব করিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে