শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ইনু-মেনন-দীপু মনি আরও মামলায় গ্রেপ্তার

যাযাদি রিপোর্ট
  ০৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ইনু-মেনন-দীপু মনি আরও মামলায় গ্রেপ্তার
সাবেক তিন মন্ত্রী- হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং দীপু মনিকে সোমবার সিএমএম আদালতে হাজির করা হয় -ফোকাস বাংলা

আওয়ামী লীগ সরকারের তিন মন্ত্রী- জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনিকে আরেকটি করে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ বিষয়ে পুলিশের আবেদন সোমবার মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম ইমরান আহমেদ।

এদিন সকালে কারাগার থেকে তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

এর মধ্যে ইনুকে গ্রেপ্তার দেখানো হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে ঢাকার রামপুরা এলাকায় সোহান শাহ নামে একজন গার্মেন্ট কর্মীকে গুলি করে হত্যার মামলায়। আর মেননকে গ্রেপ্তার দেখানো হয়েছে মগবাজার এলাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও বিএনপির নেতাকর্মীদের হত্যাচেষ্টার মামলায়। এছাড়া শাহবাগ থানার একটি হত্যা মামলায় দীপু মনিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগ ও তার শরিক জোটের এসব নেতা ঢাকায় গ্রেপ্তার হন।

এদিকে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সাবেক দুই মন্ত্রী আমির হোসেন আমু ও কামরুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনালে হাজির করা হবে বুধবার। ট্রাইবু্যনালের প্রসিকিউটর আব্দুলস্নাহ আল নোমান সোমবার এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনালের ০৩/২০২৪ নম্বর মামলার পরোয়ানায় কামরুল ইসলাম এবং আমির হোসেন আমুকে আগামী ৪ ডিসেম্বর ট্রাইবু্যনালে হাজির করা হবে।

কারাগারে সাবেক আইনমন্ত্রী: এদিকে, রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন ফজলুল করিম হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ৫ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাগীব নুর আদেশ দেন। এর আগে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্ত কর্মকর্তা ও রমনা জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. মাহমুদুর রহমান তাকে কারাগারে রাখার আবেদন করেন। এরপর বিচারক আবেদন মঞ্জুর করে কারাগারে পাঠান।

গ্রেপ্তার দেখানো হলো পলককে: এদিকে, রাজধানীর শাহবাগ এলাকায় কুরিয়ারে মালামাল বুকিংয়ের কর্মচারী রিয়াজুল তালুকদারকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদের আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এর আগে জুনাইদ আহমেদ পলককে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। এরপর গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. একরামুল হক। আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে জুনাইদ আহমেদ পলককে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১৪ আগস্ট রাতে রাজধানীর খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার করে পুলিশ।

সাফিয়া খাতুন কারাগারে: এদিকে, রাজধানীর পলস্নবী থানাধীন আকরাম হোসেন রাব্বি হত্যা মামলায় মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি সাফিয়া খাতুনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল ওয়াহাব রোববার এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও পলস্নবী থানার পুলিশ পরিদর্শক আদিল হোসেন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

সোমবার পলস্নবী থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা ও পুলিশের উপপরিদর্শক ওহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। গত ৩০ নভেম্বর রাজধানী পলস্নবী থানাধীন বালুঘাট এলাকায় মিছিলের প্রস্তুতির সময় সাফিয়া খাতুনকে পুলিশ গ্রেপ্তার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে