বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ৫ জনের পদত্যাগ

চট্টগ্রাম বু্যরো
  ০৮ ডিসেম্বর ২০২৪, ০০:০০
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ৫ জনের পদত্যাগ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন চট্টগ্রাম নগরের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেনসহ পাঁচ শিক্ষক। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতির কাছে প্রফেসর ড. অনুপম সেন পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইফতেখার মনির।

পদত্যাগ করা অন্যরা হলেন- উপ-উপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা, ট্রেজারার অধ্যাপক ড. তৌফিক সাঈদ, ছাত্রকল্যাণ ও এইচআর পরিচালক খুরশিদুর রহমান ও প্রক্টর আহমদ রাজিব।

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জানান, প্রফেসর ড. অনুপম সেন তার পদত্যাগপত্রে 'বার্ধক্যজনিত কারণে প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে আজ হতে দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি' বলে উলেস্নখ করেছেন।

এদিকে কাজী শামীম সুলতানা উপ-উপাচার্য পদ থেকে অব্যাহতি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পদার্থবিদ্যা বিভাগের মূল পদে যোগদানের আবেদন জানান পদত্যাগপত্রে। তিনি বলেন, 'আমাকে ২০২২ সালের ১৪ ফেব্রম্নয়ারি প্রিমিয়ার ইউনিভার্সিটি, চট্টগ্রামের উপ-উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হয়েছিল। সেই অনুযায়ী আমি আমার তৎকালীন কর্মস্থল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগ থেকে লিয়েন ছুটি নিয়ে একই বছরের ২০ মার্চ প্রিমিয়ার ইউনিভার্সিটিতে উপ-উপাচার্য পদে যোগ দিই। বর্তমানে আমি উক্ত পদে কর্মরত আছি। ব্যক্তিগত ও পারিবারিক কারণে আমি প্রিমিয়ার ইউনিভার্সিটির উপ-উপাচার্য পদ থেকে অব্যাহতি এবং আমার পূর্ববর্তী কর্মস্থল-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে মূল পদে যোগদানের অনুমতি প্রার্থনা করছি।'

প্রফেসর তৌফিক সাঈদ লেখেন, 'ব্যক্তিগত কারণে আমি আর ট্রেজারার পদে কাজ করতে পারছি না।'

এর আগে দুই দিন ধরে উপাচার্যসহ প্রশাসনের কয়েকজনের পদত্যাগের দাবিতে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। এ নিয়ে বুধবার থেকে জিইসি মোড়, হাজারী গলি ও ওয়াসা মোড়ের তিনটি ক্যাম্পাসে তালা দিয়ে কমপিস্নট শাটডাউন ঘোষণা করেন শিক্ষার্থীরা। একই দাবিতে শিক্ষার্থীদের পক্ষ থেকে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর একটি স্মারকিলিপিও দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে