শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেলেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার, পিরোজপুর
  ১২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেলেন তারেক রহমান
তারেক রহমান

পিরোজপুরে রাষ্ট্রদ্রোহ মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন এ আদেশ দেন।

দায়ের হওয়া মামলার নথি ও আদালত সূত্রে জানা গেছে, পিরোজপুর জেলা আইনজীবী সমিতির তৎকালীন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেন গত ২০১৪ সালের ২৪ ডিসেম্বর দন্ডবিধি ১২৩ (ক) ধারায় বিএনপির তখনকার জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব বিনষ্ট করা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া, নিন্দাবাদ ও উসকানিমূলক বক্তব্য রাখার অভিযোগ এনে

পিরোজপুর সদর থানায় এ মামলা দায়ের করেন।

বুধবার অভিযোগ গঠনের দিন ধার্য থাকায় আদালতের বিচারক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগের কোনো উপাদান না থাকায় তাকে অভিযোগের দায় থেকে অব্যাহতি দেন এবং মামলাটি খারিজ করেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন মামনুন আহসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে