আগামী ১৪ ডিসেম্বর রাজশাহী রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশনের (রেডার) ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ৭ ডিসেম্বর রাজশাহী চেম্বার ভবনে রেডার কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংস্থার সাবেক সভাপতি ও মেসার্স রহমান ডেভেলপার্স অ্যাসোসিয়েটের ব্যবস্থাপনা পরিচালক তৌফিকুর রহমান লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী, ১০ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা। ১১ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই ও ১৪ ডিসেম্বর দুপুর ১২-২টা পর্যন্ত ভোটগ্রহণ। তিন বছর মেয়াদি এ নির্বাচনে এবার ৫টি পদে ভোটগ্রহণ করা হবে। রাজশাহী সদর প্রতিনিধি