শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসু্যরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ১০ ডিসেম্বর 'স্টেকহোল্ডারস কনসাল্টেশন ওয়ার্কশপ অন পস্ন্যানিং ফর অ্যানুয়াল অ্যাক্টিভিটিজ অব আইকিউএসি ফর দ্য ইয়ার ২০২৪-২৫' শীর্ষক এক কর্মশালার আয়োজন করা হয়। আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. রজ্জব আলীর সভাপতিত্বে ও অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. এসএম মিজানুর রহমানের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের চতুর্থ তলার কনফারেন্স রুমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। বিশেষ উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার। সংবাদ বিজ্ঞপ্তি