রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজে অনুষ্ঠিত হলো এইচএসসি ২০২৩-২৪ সেশনে অধ্যয়নরত ২২তম ব্যাচের বার্ষিক ব্যাজ প্রদান অনুষ্ঠান-২০২৪। উত্তরা মডেল টাউনের গরীব-ই-নেওয়াজ এভিনিউতে অবস্থিত মাইলস্টোন কলেজের মেইন ক্যাম্পাসে আয়োজন করা হয় গৌরবময় এই ব্যাজ প্রদান অনুষ্ঠানের। ১০ ডিসেম্বর অনুষ্ঠিত উদ্দীপনাময় ব্যাজ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.), বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম।
বার্ষিক ব্যাজ প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন মাইলস্টোন কলেজের উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম এবং উপাধ্যক্ষ (শিক্ষা) মিজানুর রহমান খান। মর্যাদাপূর্ণ ব্যাজ প্রদান অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করতে আরও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ, পরিচালক, শিক্ষক-শিক্ষিকা এবং উলেস্নখযোগ্য সংখ্যক ছাত্রছাত্রী।
নান্দনিক আয়োজনে দ্বাদশ শ্রেণির বাংলা মাধ্যমের ছাত্র মো. তাসনিম ভূঁইয়া প্রতিককে প্রদান করা হয় ২২তম ব্যাচের কলেজ ক্যাপ্টেন ব্যাজ। এছাড়াও সাত ক্যাটাগরিতে দ্বাদশ শ্রেণির বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনের ১১৬ জন ছাত্রছাত্রীকে মর্যাদাপূর্ণ ব্যাজ প্রদান করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি