শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

সংবিধান সংস্কার নিয়ে বিবিএসের মতামত জরিপ

যাযাদি ডেস্ক
  ১২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
সংবিধান সংস্কার নিয়ে বিবিএসের মতামত জরিপ

সংবিধান সংস্কারসংক্রান্ত জাতীয় মতামত জরিপ করছে বাংলাদেশ পরিসংখ্যান বু্যরো (বিবিএস)। সরকারের এই সংস্থাটি ইতোমধ্যে দেশের ৬৪ জেলার ২ হাজার ৩০৪টি নমুনা এলাকার নির্বাচিত পরিবারের ১৮ থেকে ৭৫ বয়সি সব সদস্যদের মধ্য থেকে একজনের মতামত সংগ্রহ করেছে। প্রতিটি জেলা থেকে ৭২০ জনের মতামত নেওয়া হয়েছে। সেই হিসাবে প্রায় ৪৬ হাজার মানুষের মতামত পেয়েছে বিবিএস।

মূলত কী ধরনের সংবিধান সংস্কার দেখতে চান, সে বিষয়ে জরিপে অংশগ্রহণকারী ব্যক্তিদের কাছে মতামত জানতে চাওয়া হয়। ৫ থেকে ১০ ডিসেম্বর এই মতামত নেওয়া হয়। শিগগিরই মতামত জরিপের ফল প্রকাশ করবে বিবিএস।

জনপ্রতিনিধিত্বশীল ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ক্ষমতায়নের উদ্দেশ্যে দেশের বিদ্যমান সংবিধান পর্যালোচনা ও মূল্যায়ন করে সংবিধান সংস্কারের জন্য সুপারিশ করতে সংবিধান সংস্কার কমিশন গঠন করেছে অন্তর্র্বর্তী সরকার। এই কমিশনের প্রধান হলেন- যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির শিক্ষক আলী রীয়াজ। এই কমিশনের অনুরোধে বিবিএস এই সংবিধান সংস্কার নিয়ে মতামত জরিপ করেছে বলে বিবিএসের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

এ বিষয়ে বিবিএসের যুগ্ম পরিচালক আরিফুল ইসলাম বলেন, 'আগামী ১৫ জানুয়ারির মধ্যে এই মতামত জরিপের ফল তৈরি হয়ে যাবে; এরপর সংবিধান সংস্কার কমিশনের কাছে প্রতিবেদন পাঠানো হবে।'

পরিবর্তিত পরিস্থিতিতে চলতি বছরের আগস্টে ক্ষমতা গ্রহণের পর অন্তর্র্বর্তী সরকার বেশ কিছু খাতে সংস্কারের উদ্যোগ নিয়েছে। যেমন- সংবিধান, পুলিশ, রাজস্ব, অর্থনীতি ইত্যাদি। বিবিএস সূত্রে জানা গেছে, বেশ কয়েকটি সংস্কার কমিটি ইতিমধ্যে নিজেদের বিষয়ে সংস্কারে মতামত জরিপ করার জন্য বিবিএসকে অনুরোধ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে