রোববার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

গাজীপুরে কারখানায় আগুন, নিহত ১

গাজীপুর প্রতিনিধি
  ২৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
গাজীপুরে কারখানায় আগুন, নিহত ১
গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাংনাহাটি এলাকায় বোতাম তৈরি কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবিটি রোববার তোলা -যাযাদি

গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাংনাহাটি এলাকায় বোতাম তৈরি কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার দুপুরে ওই এলাকায় এম অ্যান্ড ইউ ট্রিমস্‌ নামে বোতাম তৈরির কারখানায় আগুন লাগে।

কারখানার কর্তৃপক্ষ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এম অ্যান্ড ইউ ট্রিমস্‌ বোতাম তৈরি কারখানার কেমিক্যাল গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। এ সময় কারখানার গুদামে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণের কয়েকটি শব্দ শোনা যায়। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে জয়দেবপুর, শ্রীপুর ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এ সময় একজন নিহত হয়েছেন।

শ্রীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মাহমুদ হাসান জানান, কারখানার কেমিক্যালের গুদামে প্রথমে আগুন লাগে। এ সময় কয়েকটি কেমিক্যালের ড্রাম বিস্ফোরিত হয়। ধারণা করা হচ্ছে, ওই বিস্ফোরণের সময় একজন নিহত হয়েছেন। নিহতের পরিচয় জানা যায়নি। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

গাজীপুরে বন্ধ কারখানা খুলে দেওয়ার

দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এদিকে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় এম এম নিটওয়্যার ও মামুন নিটওয়্যার লিমিটেডের বন্ধ ঘোষিত দুটি কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করছেন শ্রমিকরা। রোববার সকাল থেকে কারখানার মূল ফটকে জড়ো হয়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।

পুলিশের কর্মকর্তা ও কারখানার শ্রমিকরা জানান, গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারা মোতাবেক এম এম নিটওয়্যার ও মামুন নিটওয়্যার লিমিটেড কারখানা দুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে রোববার সকালে কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা কারখানার মূল ফটকে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় কোনাবাড়ী আমবাগ রোডে সব যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে ১৭ ডিসেম্বর শ্রমিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার দাবিতে কাজ বন্ধ করে দেন তাদের সহকর্মীরা। পরে কর্তৃপক্ষ ১৮ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে।

এম এম নিটওয়্যার লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা মো. মনোয়ার হোসেন জানান, গত ৩ নভেম্বর শিল্প পুলিশের এক সদস্যকে আঘাত করেন শ্রমিকরা। পরে শিল্প পুলিশ বাদী হয়ে পাঁচজনের নাম উলেস্নখ করে অজ্ঞাত ৫০/৬০ জন শ্রমিককে আসামি করে মামলা দায়ের করে। ওই মামলা প্রত্যাহারের দাবিতে ১৭ ডিসেম্বর শ্রমিকরা কাজ বন্ধ করে দেন। পরে কর্তৃপক্ষ বাধ্য হয়ে কারখানার নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। এখন আবার কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা কারখানার সামনে এসে বিক্ষোভ করেন।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পরিদর্শক মো. মোর্শেদ জামান জানান, বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে রোববার সকালে শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে