রোববার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

ছাত্র আন্দোলনে হামলা রাবির ৬ শিক্ষার্থী স্থায়ী বহিষ্কার

যাযাদি ডেস্ক
  ২৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ছাত্র আন্দোলনে হামলা রাবির ৬ শিক্ষার্থী স্থায়ী বহিষ্কার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি হামলাসহ বিভিন্ন শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছয় শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারসহ মোট ৩৩ শিক্ষার্থীকে নানা মেয়াদে শাস্তি দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।

বিভিন্ন বিভাগ ও আবাসিক হল এবং প্রক্টর দপ্তরে জমা পড়া অভিযোগের পরিপ্রেক্ষিতে অপরাধ বিবেচনায় প্রশাসন এসব শাস্তির সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান।

শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা উপকমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে ১২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ৫৩৫তম সিন্ডিকেট সভায় এসব শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অপরাধের ধরন ও মাত্রাভেদে ছয়জনকে স্থায়ী বহিষ্কার (ছাত্রত্ব না থাকলে সনদ বাতিল), পাঁচজনকে ২ বছরের জন্য বহিষ্কার, চারজনকে ১ বছরের জন্য বহিষ্কার, দুইজনকে ১ সেমিস্টারের জন্য বহিষ্কার, একজনকে ১ সেমিস্টারের জন্য বহিষ্কার ও পাঁচ হাজার টাকা জরিমানা, একজনকে ৫ হাজার টাকা জরিমানা ও ১৪ জনের আবাসিকতা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি হামলা, র?্যাগিং, ষড়যন্ত্র, ইন্ধনমূলক কর্মকান্ডে জড়িত থাকা, ভয়ভীতি, হলে সিট বাণিজ্য, তালা ভেঙে হলের কক্ষ দখল, গভীর রাতে ছাত্রীদের ঘুম থেকে উঠিয়ে নিয়ে সভা করা, শিক্ষার্থীদের বস্ন্যাকমেল করা, গণরুমের ছাত্রীদের জোরপূর্বক স্স্নোগান দিতে বাধ্য করায় শিক্ষার্থীদের শাস্তি দেওয়া হয়েছে।

এ ছাড়াও শিক্ষার্থীদের জিনিস চুরি, দুর্ব্যবহার করা, নেশাদ্রব্য সেবন করা, উচ্চস্বরে গান বাজিয়ে শিক্ষার্থীদের পড়ালেখা ও ঘুমের ব্যাঘাত ঘটানো, রাতে নিজ কক্ষে নিয়ে গিয়ে অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন চালানো, মুঠোফোন, পেনড্রাইভ ও ব্যক্তিগত জিনিসপত্রে তলস্নাশি চালানো, হত্যার হুমকি দেওয়া, শিক্ষার্থীদের নিপীড়ন, অত্যাচারসহ বিভিন্ন অপরাধের কারণেও শিক্ষার্থীদের শাস্তি দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উলেস্নখ করা হয়েছে।

শাস্তি পাওয়া শিক্ষার্থীদের পরিচয়ের বিষয়ে প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, 'তাদের পরিচয় এখনি প্রকাশ করা যাবে না। সিদ্ধান্তের কপি শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিভাগে পাঠানোর পর সবার পরিচয় প্রকাশ করা হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে