রোববার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সংবাদ সংক্ষেপ

যাযাদি রিপোর্ট
  ২৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

ভাটারায় ভবন থেকে পড়ে

শ্রমিক নিহত

ম যাযাদি রিপোর্ট

রাজধানীর ভাটারায় ভবন থেকে পড়ে নুর আলম (৩০) নামে এক শ্রমিকের মৃতু্য হয়েছে। রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক তার মৃতু্যর বিষয়টি নিশ্চিত করেছেন।

নুর আলম চাঁদপুর কচুয়া উপজেলার চাপাতলি গ্রামের আব্দুল মান্নানের ছেলে। বর্তমানে তেজগাঁও বেগুনবাড়ি এলাকায় থাকতেন।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা মৃতের সহকর্মী মোফাজ্জল হোসেন বলেন, 'নুর আলম পেশায় লোড-আনলোড কন্ট্রাক্টর ছিলেন। রোববার সকালে ভাটারা পপুলার গলি বি বস্নকের একটি ১২তলা ভবনের ছাদে চেন কোপ্পা দিয়ে এসি উঠানোর সময় নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে সেখান থেকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'

মো. ফারুক বলেন, 'মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।'

রাজধানীতে বিদেশি

পিস্তলসহ একজন

গ্রেপ্তার

ম যাযাদি রিপোর্ট

রাজধানীর গুলশান থেকে বিদেশি পিস্তলসহ একজনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। গ্রেপ্তার সেন্টু মিয়ার (৪৮) কাছ থেকে এ সময় একটি ম্যাগাজিনও উদ্ধার করা হয়। রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার গুলশান-১ এর ২৩ নং রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গুলশান থানা সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় গুলশান থানা পুলিশ জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পায় যে, গুলশান-১ এর ২৩ নং রোড এলাকার একটি বাড়িতে অবৈধ অস্ত্রসহ এক ব্যক্তি অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম দ্রম্নত ঘটনাস্থলে যায়। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রধারী সেন্টু হোসেনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় সেন্টু মিয়ার বিরুদ্ধে গুলশান থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।

গুলশান থানা সূত্রে আরও জানা যায়, স্থানীয় ডিস ও ইন্টারনেট ব্যবসার দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষকে আক্রমণ করার জন্য অস্ত্রসহ ঘটনাস্থলে যায় সেন্টু মিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে