রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

সংবাদ সংক্ষেপ

যাযাদি রিপোর্ট
  ২৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

সাবেক মেয়র সাঈদ

খোকন ও পরিবারের

দেশত্যাগে নিষেধাজ্ঞা

ম যাযাদি রিপোর্ট

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকন, তার স্ত্রী ফারহানা সাঈদ, মা শাহানা হানিফ ও ভাই জাবেদ আহমেদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

সোমবার দুদকের আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক ইব্রাহিম মিয়া।

দুদকের আইনজীবী মীর মোশাররফ আলী সালাম বলেন, 'তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক মাসুদুর রহমান। আবেদনের পক্ষে প্রসিকিউটর হিসেবে শুনানি করি। পরবর্তীতে আদালত শুনানি শেষে আদেশ দেন।'

আবেদনে বলা হয়, সাঈদ খোকন, শাহানা হানিফ ও জাবেদ আহমেদের নামে পরিচালিত ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগ রয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন ও অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে নানা ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে।

অবিভক্ত ঢাকা সিটির মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন ২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। পরের দফায় মেয়র নির্বাচনে দলের মনোনয়ন পাননি। দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

শ্রমিকদের কর্মসূচি

প্রত্যাহারের পর যান

চলাচল স্বাভাবিক

ম গাজীপুর প্রতিনিধি

দাবি মেনে নেওয়ায় গাজীপুর নগরের কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন শ্রমিকেরা। এর ফলে প্রায় চার ঘণ্টা পর সোমবার বেলা দেড়টার দিকে সড়কটিতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে এম এম নিটওয়্যার লিমিটেড ও মামুন নিটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছিলেন।

পুলিশ, কারখানার শ্রমিক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার সকালে কারখানা খুলে দেওয়ার দাবিতে মূল ফটকে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। পরে বিকেলে তারা ফিরে যান। সোমবার সকালে আবার তারা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পৃথক দুটি স্থানে সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে