রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

দেশ গার্মেন্টসের ৪৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  ২৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
দেশ গার্মেন্টসের ৪৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দেশ গার্মেন্টস লিমিটেড এর ৪৭তম বার্ষিক সাধারণ সভা সোমবার হাইব্রিড পস্নাটফরমে অনুষ্ঠিত হয়। সভায় স্ব-শরীরে এবং ভার্চুয়ালী অংশ গ্রহণ করেন কোম্পানীর চেয়ারম্যান মিসেস রোকেয়া কাদের, ব্যবস্থাপনা পরিচালক ওমর কাদের খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মিসেস ভিদিয়া অমৃত খান, নাজমুল হুদা মলিস্নক, প্রধান অর্থ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এবং বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার। সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান মিসেস রোকেয়া কাদের এবং সভা পরিচালনা করেন কোম্পানী সচিব জনাব ড. কে. মৌলিক।

বিশদ আলোচনার পর হাইব্রিড পস্নাটফর্মে অংশ গ্রহণ করে শেয়ারহোল্ডারগণ কোম্পানী কর্তৃক ঘোষিত ২০২৩-২০২৪ অর্থ বছরের সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৩% (উদ্যোক্তা/পরিচালক ব্যতীত) ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেন। ৩০শে জুন, ২০২৪ ইং সালে সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত হিসাব, পরিচালক বৃন্দের প্রতিবেদন এবং নিরীক্ষকদের প্রতিবেদন গৃহীত হয়। মিসেস ভিদিয়া অমৃত খানকে পরিচালক পদে পুন: নিয়োগ করা হয় এবং স্বতন্ত্র পরিচালক হিসাবে জনাব আব্দুল-মুয়ীদ চৌধুরীর ৩ বৎসর মেয়াদ পরিপূর্ণ হয় এবং তিনি অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগপ্রাপ্ত হওয়ায় ২য় মেয়াদের জন্য স্বতন্ত্র পরিচালক হিসাবে নিয়োগে অপারগতা প্রকাশ করেন এবং এই পরিপ্রেক্ষিতে আমরা অন্য একজন যোগ্য স্বতন্ত্র পরিচালক খুঁজছি। মেসার্স শফিক বসাক এন্ড কো:, চার্টার্ড এ্যাকাউন্ট্যান্টসকে ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য অডিটর হিসাবে পুন: নিয়োগ দেয়া হয়। কর্পোরেট গভর্ণনেন্স গাইডলাইন সনদ প্রদানের জন্য মেসার্স জেসমিন এন্ড এসোসিয়েটস্‌, চার্টার্ড এ্যাকাউন্ট্যান্টসকে ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য নিয়োগ ও পারিতোষিক নির্ধারণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে