চলমান শীত ও কুয়াশার তীব্রতা ঢাকার দরিদ্র ও গৃহহীন মানুষের জন্য যেন এক অসহনীয় সময়। উষ্ণতার অভাব তাদের দৈনন্দিন জীবনে দুর্ভোগের মাত্রা প্রতি মুহূর্তে বাড়িয়ে তোলে। এ অবস্থায় শীতবস্ত্র বিতরণ এক মানবিক উদ্যোগ, যা দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর একটি কার্যকরী উপায়।
শুক্রবার দিবাগত রাতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজধানীর মালিবাগ রেলগেট, খিলগাঁও রেলগেট, শাহজাহানপুর ও রাজারবাগসহ বিভিন্ন স্থানে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। এই কার্যক্রম আজকেও অব্যাহত থাকবে।
বাহিনীর মহাপরিচালক মহোদয় গতমাসে তেঁতুলিয়ায় শীতার্ত জনগণের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে মানবিক ও সামাজিক কল্যাণধর্মী এই কার্যক্রম সারাদেশে শুরু হয়। এরই ধারাবাহিকতায় একটি বিশেষ প্রতিনিধি দল গভীর রাতে ঢাকা শহরে শীতে কষ্ট পেতে থাকা মানুষদের খুঁজে বের করে তাদের হাতে শীতবস্ত্র তুলে দেয়।
রেললাইন সংলগ্ন বসবাসকারী গৃহহীন মানুষ, রিকশাচালক, দিনমজুর ও দুস্থ শ্রেণির মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে আনসার বাহিনী শুধু জননিরাপত্তার জন্য নয়, বরং সমাজের অবহেলিত জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে তাদের কষ্ট লাঘবেও সমভাবে নিবেদিত।
বাহিনী প্রধানের নির্দেশনায় শুধু রাজধানী নয়, সারা দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় প্রান্তিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের কার্যক্রম চলমান রয়েছে। এ ধরনের মানবিক উদ্যোগ মাটি ও মানুষের প্রতি আনসার বাহিনীর আন্তরিক দায়বদ্ধতা এবং দেশ ও সমাজের প্রতি তাদের অবিচল ভালোবাসার একটি উজ্জ্বল উদাহরণ। সংবাদ বিজ্ঞপ্তি