বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

রাজধানীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

যাযাদি রিপোর্ট
  ০৪ জানুয়ারি ২০২৫, ০০:০০
রাজধানীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

রাজধানীর দারুসসালাম এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ সাজিদুল হক (২৭) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার রাতে দারুসসালাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

1

তালেবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য বৃহস্পতিবার রাতে গাবতলী পর্বত সিনেমা হলের সামনের রাস্তায় ডিবি-মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে সহকারী পুলিশ কমিশনার মো. মাজহারুল ইসলামসহ অভিযান চালানো হয়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেরে পালানোর সময় সাজিদুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় অপর দুজন সহযোগী পালিয়ে যান। পরে তার কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪ লাখ টাকা।

এ ঘটনার ডিএমপির দারুসসালাম থানায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে