সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

কুমিলস্নার নাশকতা মামলা থেকে অব্যাহতি পেলেন খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার, কুমিলস্না
  ২৩ জানুয়ারি ২০২৫, ০০:০০
কুমিলস্নার নাশকতা মামলা থেকে অব্যাহতি পেলেন খালেদা জিয়া

কুমিলস্নায় ২০১৫ সালের এক ঘটনায় চৌদ্দগ্রাম থানায় করা নাশকতার মামলা থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অব্যাহতি দিয়েছে আদালত। সোমবার কুমিলস্নার অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক আফরোজা শিউলি তাকে অব্যাহতি দিলেও বুধবার বিষয়টি প্রকাশ্যে আসে।

কুমিলস্নার আদালতের সরকারি কৌঁসুলি কায়মুল হক রিংকু বলেন, ২০১৫ সালে ২৫ জানুয়ারি হরতাল চলাকালে কুমিলস্নার চৌদ্দগ্রাম উপজেলার হায়দারপুল এলাকায় ঢাকা-চটগ্রাম মহাসড়কে একটি কভার্ডভ্যান ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটে।

এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় একটি নাশকতার মামলা দায়ের করা হয়। পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে করা মামলাটিতে ৩২ জনকে আসামি করা হয়। খালেদা জিয়া ছিলেন মামলার ৩২ নম্বর আসামি।

অ্যাডভোকেট রিংকু আরও বলেন, এই মামলায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি এবং রাজনৈতিক কারণে মামলাটি করা হয়েছে বলে প্রমাণিত হওয়ায় তাকে অব্যহতি দেওয়া হয়েছে।

রিংকু বলেন, এজাহারে ৩২ জনের বিরুদ্ধে মামলা হলেও অভিযোগপত্রে ৪২ জনের নাম উঠে আসে। এর মধ্যে ৩৬ জনকে অব্যহতি দেওয়া হয়েছে। বাকী ছয়জন উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে থাকায় তাদের বিষয়ে সিদ্ধান্ত পরে নেওয়া হবে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুল হক খন্দকার, বলেন, 'এই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। উনি তখন বালুর ট্রাকের কারণে ঢাকার বাসায় আটকে ছিলেন। বিজ্ঞ বিচারক মনে করেছেন এই মামলায় বেগম খালেদা জিয়ার সম্পৃক্ততা প্রমাণিত হয়নি। তাকে মিথ্যাভাবে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। যে কারণে আদালত সবকিছু পর্যালোচনা করে মামলা থেকে বেগম জিয়াসহ ৩৬ জনকে অব্যাহতি দিয়েছেন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে