পটুয়াখালীর বাউফল উপজেলায় তালগাছ থেকে পড়ে মো. সোহান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার পৌরশহরের ৬নং ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে। নিহত সোহান পৌরসভার ৩ নং ওয়ার্ডের আনোয়ার জমাদ্দারের ছেলে। তিনি পেশায় শ্রমিক ছিলেন।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সোহানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নুরজাহান বলেন, মস্তিকে অতিরিক্ত রক্তক্ষনের জন্য তার মৃত্যু হয়েছে।