রোববার, ০৪ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

আজ থেকে শীত বাড়ার আভাস

পার্বতীপুরে বৃদ্ধার মৃতু্য
যাযাদি ডেস্ক
  ২৬ জানুয়ারি ২০২৫, ০০:০০
আজ থেকে শীত বাড়ার আভাস

দেশের দুই জেলা দিনাজপুর ও পঞ্চগড়ের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার তথ্য দিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ রোববার থেকে বাড়তে পারে শীতের তীব্রতা। আর এ পরিস্থিতি চলতে পারে আগামী বুধবার পর্যন্ত। এছাড়া দেশজুড়ে শুরু হয়েছে ঘনকুয়াশা। এর নেতিবাচক প্রভাব পড়েছে কৃষিসহ দেশের জনজীবনে। এরই মধ্যে তীব্র শীতে দিনাজপুরের পাবর্তীপুরে আছিয়া বেওয়া (৬৫) নামের একজন বৃদ্ধা মারা গেছেন বলে তথ্য পাওয়া গেছে। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা অপ্রতুল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শনিবার আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, 'এ পরিস্থিতি কাল (রোববার) থেকে আরো বিস্তার হতে পারে এবং এটাই আমাদের শেষ শৈত্যপ্রবাহ হতে পারে। ২৮/২৯ তারিখের পর তাপমাত্রা বাড়ার দিকে যাবে।'

আবহাওয়ার জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে এক থেকে তিনটি মৃদু থেকে মাঝারি এবং এক-দুটি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। বড় এলাকাজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়; ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়।'

শনিবার সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বনিম্ন ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিবদ্ধ করা হয় দিনাজপুরে। এসময় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

বুলেটিনে বলা হয়েছে, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ পরিস্থিতি কোথাও কোথাও দুপুর পর্যন্ত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, নৌপথ এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

পার্বতীপুরে বৃদ্ধার মৃতু্য

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি জানান, পার্বতীপুরে গত কয়েক দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীতে জন জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর মধ্যে তীব্র ঠান্ডায় রেলওয়ে স্টেশনের মুসাফির খানায় আছিয়া বেওয়া (৬৫) নামের এক বৃদ্ধা মারা গেছেন।

রেলওয়ে থানা সুত্রে জানা গেছে, পার্বতীপুর উপজেলার ৭ নম্বর মোস্তফাপুর ইউনিয়নের ফরিদপুর বাজারের মৃত আফাজ উদ্দিনের স্ত্রী আছিয়া বেওয়া (৬৫) ভিক্ষাবৃত্তি করে রেলওয়ে স্টেশনের মুসাফির খানায় রাত্রি যাপন করতেন। শুক্রবার ভোরে তিনি মারা যান।

এ ব্যাপারে রেলওয়ে থানার ওসি ফখরুল ইসলাম বলেন, এই মহিলা দীর্ঘদিন ধরে বিভিন্ন যায়গা থেকে ভিক্ষাবৃত্তি করে এসে রেলওয়ে স্টেশনের মুসাফির খানায় থাকতেন। গত কয়েক দিন ধরে আবহাওয়ার খুবই খারাপ অবস্থা। দিনে বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। প্রচন্ড ঠান্ডায় এই নারীর মৃতু্য হতে পারে। আমরা তার পরিবারের খোঁজ-খবর নিয়ে তার মেয়ের কাছে লাশ হস্তান্তর করেছি।'

গত সোমবার থেকে পার্বতীপুরের কোথাও রোদের দেখা মেলেনি। ঘনকুয়াশার ফলে সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে। দিনমজুররা খেতে খামারে কাজকর্ম করতে পারছেন না। ইতোমধ্যে এর প্রভাব পড়েছে ইরিবোরো এবং আলু খেতে।

এছাড়া সরকারি হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে। সরকারি ও বেসরকারীভাবে গরম কাপড় করা হলেও তা অপ্রতুল। উপজেলা প্রশাসন থেকে বলা হয়েছে ১০টি ইউনিয়ন পরিষদে বরাদ্দকৃত কম্বল বিতরণ করা হয়েছে। আবারও চাহিদা পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া মাত্র বিতরণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে