গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে সাংবাদিকের মর্যাদাও নিশ্চিত হবে না। স্বাধীনভাবে সাংবাদিকতার ক্ষেত্রে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে সুপারিশে জোর দিবে সংস্কার কমিশন। সেইসাথে প্রেস কাউন্সিলকে সংস্কারের ভাবনার কথাও জানান তিনি।
মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগের চার জেলার সাংবাদিকদের সাথে গণমাধ্যম সংস্কার কমিশনের মতবিনিময় সভায় কামাল আহমেদ এসব কথা বলেন।
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান আরো বলেন, 'ভুঁইফোড় প্রতিষ্ঠানের মাধ্যমে অপ-সাংবাদিকতা ছড়াচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে মূলধারার সাংবাদিকতা। এ বিষয়গুলো বিবেচনায় নিয়ে উত্তরণের পথ বের করা হবে।'
সাংবাদিকদের অধিকার রক্ষায় সঠিকভাবে কাজ করতে বিভক্ত ইউনিয়নকে ঐক্যবদ্ধ করারও পরামর্শ দিয়েছেন সংস্কার কমিশনের প্রধান। তিনি বলেন, 'ইউনিয়ন রাজনৈতিকভাবে বিভক্ত হয়ে গেছে। এটিকে ঐক্যবদ্ধ করতে হবে সাংবাদিকদেরকেই।