বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ছোট সাজ্জাদের সহযোগীসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম বু্যরো
  ২৯ জানুয়ারি ২০২৫, ০০:০০
ছোট সাজ্জাদের সহযোগীসহ গ্রেপ্তার ৬

খুন, চাঁদাবাজি, অস্ত্রবাজি সবকিছুতেই সর্বেসর্বা শীর্ষ সন্ত্রাসী 'ছোট সাজ্জাদ'। যাকে অনেকেই চেনে 'বুড়ির নাতি' নামে। পুলিশের চোখে 'ধুলো দিতে' ওস্তাদ তিনি। পুলিশ দুর্র্ধ‌ষ এই সন্ত্রাসীর নাগাল না পেলেও এবার ধরা পড়েছে তার ৬ সহযোগী।

মঙ্গলবার দুপুরে নগরের দামপাড়া পুলিশ লাইন্সের মিডিয়া সেন্টারে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (জনসংযোগ) রইছ উদ্দিন সংবাদ

সম্মেলনে এ তথ্য জানান। এর আগে সোমবার রাত সাড়ে ৮টার দিকে নগরের বায়েজিদ বোস্তামি থানার কুলগাঁও খলিল শাহ মাজার সংলগ্ন একটি বাড়ির দোতলা থেকে ডাকাতি প্রস্তুতিকালে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ৬ জন হলেন- মো. আসিফ (২২), মো. হাসান (২০), মো. ফয়সাল (১৯), মো. আজিম উদ্দিন (২৩), মো. রিফাদ (১৯) এবং মো. জুয়েল (২০)।

পুলিশ জানায়, গ্রেপ্তার ৬ জন নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছোট সাজ্জাদের সহযোগী। গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে একটি দেশি এলজি, ড্রিল মেশিন, কাটার মেশিন, কিরিচসহ ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্র উদ্ধার করা হয়েছে।

উপ-কমিশনার রইছ উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃতরা মূলত বায়েজিদ এলাকার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের সহযোগী। তাদের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এই ৬ জনকে গ্রেপ্তারে অভিযানের খবর পেয়ে আরও ৩ থেকে ৪ জন পালিয়েছে। তাদেরও আমরা গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি। আসিফ নামে যে ডাকাত রয়েছে তিনি হচ্ছেন সর্দার। ওই এলাকায় তার নেতৃত্বেই ডাকাতির প্রস্তুতি নেওয়া হচ্ছিল।

সাজ্জাদকে কেন গ্রেপ্তার করা যাচ্ছে না-প্রশ্নের জবাবে পুলিশ কর্মকর্তা রইছ উদ্দিন বলেন, 'অতি সম্প্রতি সাজ্জাদকে গ্রেপ্তার করেই ফেলেছিলাম। কিন্তু সে পুলিশের ওপর গুলি ছুড়ে পালিয়ে যায়। আমরা তার ব্যাপারে সবসময় সক্রিয় রয়েছি। ইতিপূর্বে তাকে গ্রেপ্তার করে আইনানুগ প্রক্রিয়ায় জেলে পাঠানো হয়েছিল। কিন্তু সে জামিন নিয়ে বেরিয়ে আবারও অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়েছে। তার ওপর আমাদের নজরদারি রয়েছে।'

এ বিষয়ে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, সোমবার রাতে কুলগাঁও খলিলশাহ মাজার সংলগ্ন তিন রাস্তার মোড়ের একটি বাড়ি থেকে কুখ্যাত সন্ত্রাসী ছোট সাজ্জাদের সহযোগী আসিফসহ ৬ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি এলজি, তিনটি হাসুয়া, ছয়টি কিরিচি, দুইটি চাইনিজ কুড়াল, দুইটি কাটার, দুইটি ড্রিল মেশিন, ছয়টি এন্ড্রয়েড মোবাইল, চারটি বাটন মোবাইল, পাঁচটি ডেমো মোবাইল, একটি ইলেকট্রিক শট, একটি মনিটর, তিনটি হাত ঘড়ি, আটটি এটিএম কার্ড, একটি হ্যান্ড ব্যাগ উদ্ধার করা হয়।

ওসি আরিফুর রহমান জানান, আসামিরা বিভিন্ন সময়ে বায়েজিদ এলাকার বিভিন্ন জায়গায় কুখ্যাত সন্ত্রাসী ছোট সাজ্জাদের নেতৃত্বে অস্ত্রের ভয় দেখিয়ে মারধর করে বিভিন্ন পথচারীদের কাছ থেকে মোবাইল, টাকা পয়সা, ঘড়ি, এটিএম কার্ডসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে আসছিল। তাদের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে