সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

মৎস্য সম্পদ সুরক্ষায় 'বিশেষ কম্বিং অপারেশন' নৌবাহিনীর

  ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
মৎস্য সম্পদ সুরক্ষায় 'বিশেষ কম্বিং অপারেশন' নৌবাহিনীর
মৎস্য সম্পদ সুরক্ষায় 'বিশেষ কম্বিং অপারেশন' নৌবাহিনীর

মৎস্য সম্পদের সুরক্ষায় বাংলাদেশ নৌবাহিনী 'ইন এইড টু সিভিল পাওয়ার' এর আওতায় বিশেষ কম্বিং অপারেশ পরিচালনায় গত ১২ জানুয়ারি হতে নিয়োজিত রয়েছে। দেশের মৎস্য সম্পদ উন্নয়নে উপকূলীয় জলাশয় ও নদী অববাহিকায় ১০ মিটারের কম গভীরতায় মৎস্য সম্পদ ধ্বংসকারী সকল অবৈধ জাল অপসারণে বাংলাদেশ নৌবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে সরকার কর্তৃক জারিকৃত 'বিশেষ কম্বিং অপারেশন' ৪টি ধাপে আগমী ২৮ ফেব্রম্নয়ারি পর্যন্ত চলমান থাকবে। চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, খুলনা, মোংলা, বাগেরহাট, সাতক্ষীরা, শরীয়তপুর, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর ও ভোলায় নৌবাহিনীর ১১টি জাহাজ ও উলেস্নখ্য খযোগ্য সংখ্যক বোটের মাধ্যমে 'বিশেষ কম্বিং অপারেশন' পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। ইতোমধ্যে নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ বেহুন্দি জাল, কারেন্ট জাল, মশারী জাল, চটজাল ও টংজাল উদ্ধার করে ধ্বংস করেছে। পাশাপাশি এ সকল অবৈধ জাল ব্যবহার বন্ধে তৎসংলগ্ন এলাকায় জনসচেতনতামূলক প্রচারণা চালিয়ে যাচ্ছে।

মঙ্গলবার চট্টগ্রামের বহিঃনোঙ্গর ও তৎসংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ অবৈধ জাল উদ্ধার এবং জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এই অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ টিম, জেলা প্রশাসন ও স্থানীয় মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিরা অংশ নেন। আইএসপিআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে