বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ঢাকা মহানগরীর সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন হত্যাকারীদের গ্রেফতার দাবিতে রাউজানে আহলে সুন্নাত ওয়াল জমা’আত ও ইসলামী ছাত্র সেনার নেতাকর্মীরা রাউজানের বিভিন্নস্থানে বিক্ষোভ মিছিল করে সড়ক অবরোধের কর্মসূচি পালন করেছে।
সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করতে গিয়ে রাউজান রাঙামাটি মহাসড়ক, কাপ্তাই সড়ক ও বজলুল রহমান সড়ক পথে টায়ার জ্বালীয়ে অবরোধ করে রাখে। কর্মসূচি পালনকালে সড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ করে দিলে দীর্ঘ যানজটে পড়ে যাত্রিরা চরম ভোগান্তির মধ্যে পড়ে। দুপুর ১২ টার পর যানচলাচল স্বাভাবিক হয়।
উপজেলা সদরের জলিলনগরে তারা সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রসেনার সভাপতি কে এম তাজুল ইসলাম আসিফ। মাওলানা এম সাইফুল ইসলাম নেজামী ও পৌর ছাত্রসেনার সভাপতি মুহাম্মদ বোরহান উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ইসলামী ফ্রন্টের আহবায়ক উপাধ্যক্ষ মাওলানা শামসুল আলম নঈমী, মাওলানা শামসুল আলম হেলালী, মাওলানা নেছারুল হক, মাওলানা মনসুর উদ্দিন নেজামী, মাওলানা নেজাম উদ্দিন তৈয়বী, হাসান মুরাদ ভাণ্ডারী, মুহাম্মদ নাজিম উদ্দিন, এম এ রায়হান, মাওলানা শফিউল আজম, তসলিম উদ্দিন বাদশা, মুহাম্মদ সাজ্জাদ হোসাইন প্রমুখ।