সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

দাবি পূরণ না হলে সকল প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা কুয়েট শিক্ষক সমিতির

‎ খুলনা অ‌ফিস
  ০৫ মে ২০২৫, ১৮:৩২
দাবি পূরণ না হলে সকল প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা কুয়েট শিক্ষক সমিতির
ছবি: যায়যায়দিন

‎আগামী ৭ কর্মদিবসের মধ্যে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ১৮ই ফেব্রুয়াররির হামলা এবং পরবর্তীতে শিক্ষক লাঞ্চনায় জড়িত সকলকে বিচারের আওতায় আনার মাধ্যমে একাডেমিক কার্যক্রম শুরু করার পরিবেশ তৈরি করা না হলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর শিক্ষকবৃন্দ সকল প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন।

‎আজ সোমবার(৫ মে) বেলা এগারোটায় শিক্ষক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়।সভা শেষে প্রেস ব্রিফিং এ শিক্ষক সমিতির পক্ষ থেকে কয়েকটি দাবি পেশ করা হয়।শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. ফারুক হোসাইন শিক্ষক সমিতির পক্ষ থেকে শিক্ষা উপদেষ্টা এবং ইউজিসি প্রতিনিধিবৃন্দের পক্ষপাতমূলক আচরণে ব্যথিত ও নিন্দা প্রকাশ করেন।

শিক্ষার্থীদের ৫ দফা দাবির সাথে একাত্মতা ঘোষণা করেন।এছাড়াও শিক্ষকদের সাইবার বুলিং,অবমাননা ও গুজবের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

‎এদিকে শিক্ষক সমিতির সাধারণ সভা চলাকালীন সময়ে শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেন উপাচার্য ড. মো. হযরত আলী।

‎আলোচনা সভায় শিক্ষার্থীরা দ্রুত একাডেমিক কার্যক্রম শুরু করা এবং সিকিউরিটির ব্যাপারে গুরুত্ব দেন।ছাত্র-শিক্ষক সম্পর্ক স্বাভাবিক অবস্থায় আনতে যা যা করা প্রয়োজন তারা করতে প্রস্তুত বলে জানায়।

‎উপাচার্যের পক্ষ থেকে বলা হয়,তিনি দ্রুত শিক্ষা কার্যক্রম শুরু করা এবং সিকিউরিটি নিশ্চিত করতে আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে