গত ৮ ফেব্রম্নয়ারি শনিবার ঢাকার মোহাম্মদপুরের টাউন হল শহীদ পার্ক ময়দানে আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদ্রাসা এতিমখানা ও রাহমানিয়া জৈনপুরী খানকা (দরবার) শরিফ কমপেস্নক্সের উদ্যোগে জৈনপুরী পীর হাদীয়ে বাঙ্গাল মরহুম আলস্নামা সৈয়দ আবুল হাসান মো. লুৎফুর রহমান (রহ.) এর ৪৮তম ওফাত বার্ষিকী উপলক্ষে বিশাল ইছালে ছাওয়াব মাহফিল ও ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। এতে আখেরি মোনাজাত পরিচালনা করেন আলস্নামা সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী পীর সাহেব কেবলা।
মহাসম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, জামায়াতে ইসলামীর নেতা নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মাওলানা মজিবুর রহমান সাহেব, ঢাকা মহানগর উত্তরের আমির সাবেক মো. সেলিম উদ্দীন প্রমুখ।
মহাসম্মেলনে ওয়াজ করেন- বাংলাদেশ ইমাম সমিতির সভাপতি মাওলানা আবু হোরায়রা, মাওলানা দেওয়ান নুরে আলম জালালী, মাওলানা মাহমুদুল হাসান মামুন ও মাওলানা জাহিদুল ইসলাম পিরোজপুরী (আরবী প্রভাষক আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদ্রাসা), সহকারী মাওলানা কামাল উদ্দীন নোমানী, মাওলানা খালিদ সাইফুলস্নাহ, তরুণ বক্তা পীরজাদা সৈয়দ মেশকাতুর রহমান জৈনপুরী, পীরজাদা সৈয়দ হোমাইয়াদ মাবরুক জৈনপুরী, মাওলানা কারি সাইদুল ইসলাম যুক্তিবাদী, মাওলানা আল-আমিন হোসেন জেহাদী, প্রফেসর সোহরাব হোসেন আশেকী, প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি