মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

কুয়েটে শিক্ষকদের গণপদত্যাগের হুমকি

খুলনা প্রতিনিধি
  ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
কুয়েটে শিক্ষকদের গণপদত্যাগের হুমকি

শিক্ষকদের গণপদত্যাগের হুমকিতে এবং প্রতিবাদের মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের বাসভবনে তালা না দিয়ে ফিরে গেছেন শিক্ষার্থীরা। তারা নিজেরা বসে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন।

জানা যায়, মঙ্গলবার বেলা ১২ টার দিকে শিক্ষার্থীরা ভিসির বাসভবনের সামনে গিয়ে হ্যান্ড মাইকে ভেতর যারা রয়েছে তাদের ৫ মিনিটের মধ্যে বেরিয়ে বাসা খালি করার আহ্বান জানান। ভেতরে তখন ভিসি শিক্ষকদের নিয়ে বৈঠক করছিলেন।

একপর্যায়ে শিক্ষকরা গেটের কাছে এসে শিক্ষার্থীদের তালা লাগানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানান। তালা লাগানো হলে শিক্ষকরা গণপদত্যাগের হুঁশিয়ারি দেন। তখন শিক্ষার্থীরা তালা না দিয়ে ফিরে যান। পরে শিক্ষার্থীরা জানান, তারা বসে পরবর্তী করণীয় ঠিক করবেন।

গত ১৮ ফেব্রম্নয়ারির ঘটনায় শিক্ষার্থীরা ভিসি, প্রোভিসির পদত্যাগের দাবিসহ ৬ দফা দাবিতে আন্দোলন করতে থাকেন। গত ২১ ফেব্রম্নয়ারি কুয়েটের শিক্ষার্থীরা ভিসির বাসভবনে তালা ঝুলিয়ে দেন।

সোমবার রাতে খুলনায় ফিরেই বাসভবনে অবস্থান নেন কুয়েটের ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ। ভিসি বাসভবনে ফিরে আসায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা মঙ্গলবার সকাল সাড়ে ১০টার মধ্যে তাকে বের হয়ে যেতে আল্টিমেটাম দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুয়েট শিক্ষার্থীরা এই আল্টিমেটামের ঘোষণা দেন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে