রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

নৌবাহিনী অভিযান:টেকনাফে ডাকাত আটক

  ০৭ মার্চ ২০২৫, ০০:০০
নৌবাহিনী অভিযান:টেকনাফে ডাকাত আটক
নৌবাহিনী অভিযান:টেকনাফে ডাকাত আটক

দেশের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়োজিত রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। আইনশৃঙ্খলা পরিপন্থি ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নৌবাহিনী নিয়মিত অভিযান চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী ও লামারপাড়ায় নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালায়। অভিযানে হত্যা, মাদক, চোরাচালান ও অপহরণসহ একাধিক মামলার আসামি কুখ্যাত ডাকাত আবুল খায়ের এবং তার এক নারী সহযোগী কোহিনূরকে আটক করা হয়। যৌথ অভিযানে নৌবাহিনীর স্পেশাল ফোর্স সোয়াডসসহ দুটি সেকশন অংশ নেয়।

অভিযানকালে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে কুখ্যাত ডাকাত আবুল খায়ের একটি জলাশয়ে লাফিয়ে পড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নৌবাহিনীর স্পেশাল ফোর্সসহ নৌসদস্যরা তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। তার দেওয়া তথ্য মতে, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাগুনা নামক এলাকার এক বাড়িতে আরেকটি অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা ও বেশ কয়েকটি দেশীয় অস্ত্রসহ তার সহযোগী কোহিনূর নামে এক নারী মাদক কারবারীকে আটক করা হয়। আটককৃত শীর্ষ ডাকাত বিভিন্ন অপরাধের সাথে জড়িত এবং তার বিরুদ্ধে হত্যা, অপহরণ, মাদক, চোরাচালান ও ডাকাতিসহ ৮টি মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা যায়। তাদের স্থানীয় থানায় হস্তান্তর করা হয়। উলেস্নখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর অপরাধ বিরোধী অভিযান চলমান রয়েছে। আইএসপিআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে